ফিলিস্তিনি সংগ্রামীদের বন্দুক তাক করা আছে: জিহাদ আন্দোলনের নেতা
https://parstoday.ir/bn/news/west_asia-i84201-ফিলিস্তিনি_সংগ্রামীদের_বন্দুক_তাক_করা_আছে_জিহাদ_আন্দোলনের_নেতা
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা বলেছেন, ফিলিস্তিনিরা প্রতিরোধ সংগ্রাম থেকে সরবে না। তাদের বন্দুক সব সময় ইহুদিবাদী ইসরাইলের দিকে তাক করা আছে। ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিষ্ঠাতা ফাতহি শাকাকির শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তিনি এ কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৭, ২০২০ ১৮:৫৫ Asia/Dhaka
  • জিয়াদ নাখালা
    জিয়াদ নাখালা

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা বলেছেন, ফিলিস্তিনিরা প্রতিরোধ সংগ্রাম থেকে সরবে না। তাদের বন্দুক সব সময় ইহুদিবাদী ইসরাইলের দিকে তাক করা আছে। ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিষ্ঠাতা ফাতহি শাকাকির শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তিনি এ কথা বলেছেন।

জিয়াদ আন-নাখালা আরও বলেছেন, ফিলিস্তিনি জাতি মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জুলুমের মোকাবেলায় রুখে দাঁড়িয়েছে। একইসঙ্গে ফিলিস্তিনিরা কিছু ভীতু আরব দেশের চেহারা উন্মোচন করে চলেছে।

তিনি বলেন, আমেরিকা ইসরাইলি পরিকল্পনা বাস্তবায়নে যত বেশি তৎপরতা চালাবে ফিলিস্তিনিদের কাছে মার্কিন ষড়যন্ত্র 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র উদ্দেশ্য তত বেশি স্পষ্ট হবে। ফিলিস্তিনিরা এটা বুঝতে পারবে যে কথিত ডিল অব দ্য সেঞ্চুরি কেবলি দখলদার ইসরাইলের স্বার্থ রক্ষা করবে।

ইসলামি জিহাদ আন্দোলনের নেতা আরও বলেছেন, ফাতহি শাকাকি শহীদ হয়েছেন। কিন্তু তার রেখে যাওয়া সংগ্রাম এখনও চলছে। ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম এখন দখলদারদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

কোনো কোনো আরব দেশের বিশ্বসাঘাতকতা ফিলিস্তিন ইস্যুকে দুর্বল করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন। 

 ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিষ্ঠাতা ফাতহি শাকাকি ১৯৯৫ সালের ২৬ অক্টোবর ইসরাইলি গুপ্তচর বাহিনী মোসাদের সদস্যদের গুলিতে শাহাদাতবরণ করেন।# 

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।