ইয়েমেনের যুব ও ক্রীড়ামন্ত্রীকে হত্যা; ঘাতক নিহত
(last modified Sat, 31 Oct 2020 14:19:33 GMT )
অক্টোবর ৩১, ২০২০ ২০:১৯ Asia/Dhaka
  • পোস্টারে নিহত যুব ও ক্রীড়ামন্ত্রী
    পোস্টারে নিহত যুব ও ক্রীড়ামন্ত্রী

ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী হাসান মুহাম্মাদ জায়িদকে হত্যাকারী উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ পর্যায়ের কমান্ডার মুহাম্মাদ আলী আহমাদ আল-হানাশ নিহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঝামার প্রদেশে অভিযানের সময় সে নিহত হয়।

ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। হুথি আনসারুল্লাহ আন্দোলনের মিডিয়া ব্যুরো থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ঝামার প্রদেশের মাইফা’আত আন্স এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রচণ্ড বন্দুকযদ্ধে ওই সন্ত্রাসী কমান্ডার নিহত হয়।

গত ২৭ অক্টোবর ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী হাসান মুহাম্মাদ জায়িদকে রাজধানী সানায় হত্যা করা হয়। একদল সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে এবং বৃষ্টির মতো গুলি চালায়। সানার জার্মান হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

এ ঘটনায় জড়িত থাকা দুই সন্ত্রাসী আগেই নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় মারা গেছে।#

পার্সটুডে/এসআইবি/৩১

ট্যাগ