জেরুজালেমে গির্জায় আগুন দেয়ার চেষ্টা রুখে দিল ফিলিস্তিনি মুসলমানেরা
https://parstoday.ir/bn/news/west_asia-i85106-জেরুজালেমে_গির্জায়_আগুন_দেয়ার_চেষ্টা_রুখে_দিল_ফিলিস্তিনি_মুসলমানেরা
অধিকৃত বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে গির্জায় আগুন দেয়ার অপচেষ্টা রুখে দিয়েছে ফিলিস্তিনি মুসলমানেরা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৫, ২০২০ ১৫:৩৪ Asia/Dhaka
  • জেরুজালেমে গির্জায় আগুন দেয়ার চেষ্টা রুখে দিল ফিলিস্তিনি মুসলমানেরা

অধিকৃত বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে গির্জায় আগুন দেয়ার অপচেষ্টা রুখে দিয়েছে ফিলিস্তিনি মুসলমানেরা।

জাবাল জেইতুন এলাকার পাশে অবস্থিত আল জাসমানিয়া গির্জায় আগুন দিতে গিয়েছিল এক ইহুদিবাদী উপশহরবাসী।

এই ইহুদিবাদী যখন গির্জার ভেতরে ঢুকে সেখানকার আসবাবপত্রে পেট্রোল ঢেলে আগুন লাগাচ্ছিল তখনই মুসলমানেরা তা টের পেয়ে সেখানে উপস্থিত হয়।

তারা গির্জায় গিয়ে তাকে ধরে ফেলে। এরপর সেখানে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষ হয়।

এ ঘটনার পর দখলদার ইসরাইলি সেনারা গির্জায় প্রবেশ করে এবং অপরাধী ইহুদিবাদীকে মুক্ত করে তাদের সঙ্গে নিয়ে যায়। 

আল শাহাব বার্তা সংস্থা এসব তথ্য জানিয়েছে। 

এই ইহুদিবাদীই গির্জায় আগুন দেয়ার চেষ্টা চালায়

এর আগেও ইসরাইলের দখলদার ইহুদিবাদী মুসলমান ও খ্রিস্টানদের পবিত্র স্থানে বহুবার আগুন দিয়েছে এবং সেগুলো ধ্বংস করার চেষ্টা চালিয়েছে। #

পার্সটুডেে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।