ইরাকের কুর্দিস্তানে একজন ইসরাইলি নাগরিকও নেই: স্থানীয় সরকারের মুখপাত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i85131-ইরাকের_কুর্দিস্তানে_একজন_ইসরাইলি_নাগরিকও_নেই_স্থানীয়_সরকারের_মুখপাত্র
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরাইলি নাগরিকদের উপস্থিতির খবরের কোনো ভিত্তি নেই বলে ঘোষণা করেছে ওই অঞ্চলের স্থানীয় সরকারের মুখপাত্র জুতিয়ার আদেল। তিনি বলেছেন, এই অঞ্চলে ইসরাইলের কোনো স্বার্থ নেই এবং ইসরাইলের কোনো নাগরিকও এখানে নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২০ ১৬:১৩ Asia/Dhaka
  • জুতিয়ার আদেল
    জুতিয়ার আদেল

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরাইলি নাগরিকদের উপস্থিতির খবরের কোনো ভিত্তি নেই বলে ঘোষণা করেছে ওই অঞ্চলের স্থানীয় সরকারের মুখপাত্র জুতিয়ার আদেল। তিনি বলেছেন, এই অঞ্চলে ইসরাইলের কোনো স্বার্থ নেই এবং ইসরাইলের কোনো নাগরিকও এখানে নেই।

সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রীর মুখপাত্র অফির জেন্ডেলম্যান দাবি করেছেন, কুর্দিস্থান অঞ্চলে ইসরাইলিরা রয়েছেন।

তিনি এক টুইটার বার্তায় দাবি করেন, পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার প্রতিশোধ হিসেবে জর্জিয়া, আজারবাইজান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরাইলি নাগরিকদের ওপর হামলা চালাতে পারে ইরান।

বিজ্ঞানী ফাখরিজাদে এবং হামলাস্থল

 

গত ২৭ নভেম্বর শুক্রবার তেহরান প্রদেশের দামাভান্দের অবসার্দ এলাকায় এক সন্ত্রাসী হামলায় শহীদ হন ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী ড. মোহসেন ফাখরিজাদে। কাপুরুষোচিত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বহু দেশ।

রাশিয়া, সুইজারল্যান্ড, সিরিয়া, ভেনিজুয়েলা, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, কাতার, কুয়েত, লেবানন, জর্দান এবং আফগানিস্তানসহ বিশ্বের বহু দেশ বিজ্ঞানী হত্যার তীব্র নিন্দা জানিয়েছে।

এই হত্যাকাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল জড়িত বলে বিশেষজ্ঞরা মনে করছেন।#  

পার্সটুডেে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।