ইসরাইল-মরক্কো সম্পর্ক স্বাভাবিকীকরণে ভূমিকা পালন করেছে সৌদি
(last modified Sat, 12 Dec 2020 14:17:40 GMT )
ডিসেম্বর ১২, ২০২০ ২০:১৭ Asia/Dhaka
  • (বাম থেকে) বিন সালমান, ডোনাল্ড ট্রাম্প ও জারেড কুশনার
    (বাম থেকে) বিন সালমান, ডোনাল্ড ট্রাম্প ও জারেড কুশনার

ইহুদিবাদী ইসরাইল ও মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সৌদি আরব। আমেরিকার মধ্যস্থতায় বৃহস্পতিবার ওই চুক্তি হয়।

একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইসরাইলের চ্যানেল-১২ শুক্রবার জানায়, এ চুক্তিতে রিয়াদ জড়িত ছিল। তবে এ বিষয়ে চ্যানেলটি বিস্তারিত কিছু বলে নি।

রিপোর্টে বলা হয়েছে, দখলদার ইসরাইলের সঙ্গে খুব দ্রুত সৌদি আরব নিজেই সম্পর্ক স্বাভাবিক করতে পারে।  

সৌদি রাজপরিবারের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ একটি বিখ্যাত দৈনিক পত্রিকা মরক্কো ও ইসরাইলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিকে খুবই গুরুত্ব দিয়ে প্রথম পৃষ্ঠায় ছেপেছে। পত্রিকাটির এমন নিউজ ট্রিটমেন্টের ঘটনাকে ইসরাইল-মরক্কো চুক্তির প্রতি সৌদি আরবের সমর্থন বলে বিবেচনা করা হচ্ছে।

এদিকে, ইসরাইলের চ্যানেল-১৩ জানিয়েছে, আমেরিকার বিদায়ী ট্রাম্প প্রশাসনের সঙ্গে সৌদি আরব একসঙ্গে কাজ করছে যাতে আরো কয়েকটি দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে। রিপোর্টে ধারণা দেয়া হয়েছে, ওমান ও ইন্দোনেশিয়া হচ্ছে সম্ভাব্য দুই দেশ যারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে।#

পার্সটুডে/এসআইবি/১২   

ট্যাগ