এডেন বিমানবন্দরে বিস্ফোরণের পর সানায় বিমানবন্দরে সৌদি হামলা
(last modified Thu, 31 Dec 2020 12:27:00 GMT )
ডিসেম্বর ৩১, ২০২০ ১৮:২৭ Asia/Dhaka
  • সৌদিদ জঙ্গিবিমান
    সৌদিদ জঙ্গিবিমান

ইয়েমেনের রাজধানী সানায় আবারও বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সানা বিমান বন্দর ছাড়াও ওই প্রদেশের সানহান ও রাইমা হামিদা এলাকাতেও রাতভর বিমান হামলা চালায় সৌদি জোট বাহিনী।

হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে এখনও পর্যন্ত জানা যায়নি। সানা বিমান বন্দর হুথি আনসারুল্লাহ সমর্থিত ন্যাশনাল সেলভেশন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এর আগেও বহু বার সানা আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট।

একটি সূত্র জানিয়েছে, রাতভর আটবারের বেশি বিমান হামলা চালানো হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলের প্রধান বিমানবন্দর এডেনে ভয়াবহ বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর সানায় বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট।

তবে এডেনে কে বা কারা হামলা করেছে তা এখনও স্পষ্ট নয়। হুথি আনসারুল্লাহ বলেছে, এডেনে হামলার সঙ্গে তারা জড়িত নন।

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।#

পার্সটুডে/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ