মার্কিন বিরোধী লড়াইয়ের অগ্রভাগে থাকায় সোলাইমানি ও মুহান্দিসকে হত্যা করা হয়েছে: হুথি
(last modified Mon, 04 Jan 2021 11:36:49 GMT )
জানুয়ারি ০৪, ২০২১ ১৭:৩৬ Asia/Dhaka
  • আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুথি
    আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুথি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং তার সহযোদ্ধা ইরাকের হাশদ আশ-শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল-মুহান্দিস মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রভাগে ছিলেন বলেই তাদেরকে হত্যা করা হয়েছে।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুথি এক বক্তৃতায় এ কথা বলেছেন। গতকাল (রোববার) জেনারেল সুলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকী উপলক্ষে ইয়েমেনের রাজধানী সানা থেকে আব্দুল মালেক আল হুথি বক্তৃতা দেন।

বক্তৃতায় জেনারেল কাসেম সোলাইমানি এবং আবু মাহদির কর্মকাণ্ডের প্রশংসা করে আনসারুল্লাহ প্রধান বলেন, এদুজন হচ্ছেন মুসলিম উম্মাহর শাহাদাত বরণকারী দুই বীর।

জেনারেল কাসেম সোলাইমানি (বামে) ও আবু মাহদি আল-মুহান্দিস

আব্দুল মালেক তার বক্তৃতায় জোর দিয়ে বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের স্বৈরতন্ত্র এবং জুলুম থেকে স্বাধীন হওয়া জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, শত্রুরা মুসলমানদের ওপর সম্পূর্ণ রকমের আধিপত্য কায়েম এবং তাদের সম্পদ ও ভূরাজনৈতিক অবস্থানকে কব্জা করতে চায়।

আব্দুল মালেক আল হুথি আরো বলেন, শত্রুরা মুসলমানদের বিরুদ্ধে নিরন্তর যে ষড়যন্ত্র করে যাচ্ছে তাতে শত্রুরা পরিতৃপ্ত নয় বরং তারা মুসলিম দেশগুলোর মধ্যে মুনাফিক তৈরি করে অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো। এসব দেশের সঙ্গে সৌদি আরবের নাম জড়িয়ে আনসারুল্লাহ প্রধান এগুলোকে বিশ্বাসঘাতকদের অক্ষ বলে মন্তব্য করেন।#

পার্সটুডে/এসআইবি/৪

ট্যাগ