মার্কিন নিষেধাজ্ঞা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন: হাশদ আশ-শাবির প্রধান
-
শদ আশ-শাবির চেয়ারম্যান শেখ জালাল উদ্দিন আলী আল-সাগির
ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির চেয়ারম্যান বলেছেন, তার সংগঠনের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি বলেন, নিষেধাজ্ঞার মতো এই নিন্দনীয় পদক্ষেপ নিয়ে আমেরিকা ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে।
হাশদ আশ-শাবির চেয়ারম্যান শেখ জালাল উদ্দিন আলী আল-সাগির গতকাল (রোববার) বলেন, “মার্কিন অর্থ মন্ত্রণালয় যে অন্যায় সিদ্ধান্ত নিয়েছে তাতে আমি মোটেই অবাক হই নি। আমেরিকা এ ঘটনার মধ্যদিয়ে অব্যাহতভাবে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এবং ইরাকের ওপর তার নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছে।”

শেখ জালাল উদ্দিন বলেন, ইরাকের ভৌগোলিক অখণ্ডতা, সম্মান এবং মর্যাদা রক্ষার ক্ষেত্রে হাশদ আশ-শাবি যে ভূমিকা পালন করেছে তার বিরুদ্ধেই আমেরিকা মূলত এই পদক্ষেপ নিয়েছে অথচ এই হাশদ আশ-শাবি ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের মার্কিন পুতুল প্রতিনিধিদের সম্পূর্ণভাবে পরাজিত করার ব্যাপারে বিরাট বড় ভূমিকা রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছিলেন যে, আমেরিকা এই দায়েশ প্রতিষ্ঠা করেছে এবং তাদেরকে অর্থবিত্ত দিয়েছে।”
শেখ জালাল উদ্দীন আল সাগির ইরাকের জাতীয় সংসদে পাস হওয়া প্রস্তাব অনুসারে তার দেশ থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আশা করেন, আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর মার্কিন সরকার ইরাক সম্পর্কিত নেতিবাচক নীতি বাতিল করবেন।#
পার্সটুডে/এসআইবি/১১