মার্কিন নেতৃত্বাধীন জোট সেনাদের বহরে বোমা হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i86274-মার্কিন_নেতৃত্বাধীন_জোট_সেনাদের_বহরে_বোমা_হামলা
ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক বাহিনীর বহরে বোমা হামলা হয়েছে। গতকাল (শুক্রবার) রাজধানী বাগদাদের পশ্চিমে আবুগ্রাইব এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্য হামলা চালানো হয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ২৩, ২০২১ ১০:০০ Asia/Dhaka
  • মার্কিন সেনাবহর
    মার্কিন সেনাবহর

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক বাহিনীর বহরে বোমা হামলা হয়েছে। গতকাল (শুক্রবার) রাজধানী বাগদাদের পশ্চিমে আবুগ্রাইব এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্য হামলা চালানো হয়।

এর আগে গতকাল দিনের প্রথমভাগে কয়েকটি সূত্র জানিয়েছিল, ব্যাবিলন প্রদেশের মহাসড়কে পেতে রাখা বোমা মার্কিন সেনাদের একটি বহরে আঘাত করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায় নি।

বসরা এবং দিহি কার শহরকে সংযোগকারী মহাসড়কে গতকাল মার্কিন সেনাদের আরেকটি বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে।

জেনারেল সোলাইমানি (বামে) ও আবু মাহদি আল-মুহান্দিস

ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বহরে গত ২৪ ঘন্টায় মোট পাঁচটি হামলা হয়েছে। বৃহস্পতিবারও ইরাকে বিদেশি সেনাদের দুটি বহরে একইভাবে হামলা হয়।

গত বছরের ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসির কুদসের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে শহীদ করে। এরপর থেকে ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে জনমত মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে।#

পার্সটুডে/এসআইবি/২৩