তাকফিরি সহিংসতার মূল উৎসে আঘাত হানা হবে: কাতাইব হিজবুল্লাহ
(last modified Mon, 25 Jan 2021 12:15:44 GMT )
জানুয়ারি ২৫, ২০২১ ১৮:১৫ Asia/Dhaka
  • কাতাইব হিজবুল্লাহ যোদ্ধাদের কুচকাওয়াজ
    কাতাইব হিজবুল্লাহ যোদ্ধাদের কুচকাওয়াজ

ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন কাতাইব হিজবুল্লাহ বলেছে, সম্প্রতি রাজধানী বাগদাদে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ যে বোমা হামলা চালিয়েছে তার জন্য আমেরিকা, সৌদি আরব ও ইসরাইলি জোট দায়ী। সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা এবং মিত্র যোদ্ধারা এখন থেকে তাকফিরি সহিংসতার মূল উৎসে আঘাত হানবে।

কাতাইব হিজবুল্লাহর নিরাপত্তা প্রধান আবদুল আলী আল-আজকারি গতকাল (রোববার) এক টুইটার বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি টুইটারে পোস্টে বলেন, ইরাকে হত্যাযজ্ঞ চালিয়েছে আমেরিকা, সৌদি আরব ও ইসরাইল এবং এর প্রতিশোধ নেয়া হবে সহিংসতার মূল উৎসের বিরুদ্ধে; তাদের শাখা-প্রশাখার বিরুদ্ধে নয়।

গত বৃহস্পতিবার রাজধানী বাগদাদের তাইরান চত্বরে ভয়াবহ জোড়া বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত ও ১০০ জন আহত হয়। এরপর আব্দুল আলী আল-আসকারি এসব কথা বলেন।

বৃহস্পতিবারের হামলার দুইদিন পর শনিবার দায়েশ সন্ত্রাসীরা পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির যোদ্ধাদের ওপর আকস্মিকভাবে হামলা চালিয়ে ১১ যোদ্ধাকে হত্যা করে। ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে এই হত্যাকাণ্ড চালানো হয়। কাতাইব হিজবুল্লাহ হচ্ছে হাশদ আশ-শাবির অন্যতম প্রধান অঙ্গ সংগঠন।#

পার্সটুডে/এসআইবি/২৫

ট্যাগ