‘বাশার আসাদ সরকারকে সহযোগিতা করতে ইরাকি সেনা পাঠান’
(last modified Wed, 04 Dec 2024 04:14:53 GMT )
ডিসেম্বর ০৪, ২০২৪ ১০:১৪ Asia/Dhaka
  • ‘বাশার আসাদ সরকারকে সহযোগিতা করতে ইরাকি সেনা পাঠান’

ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ সংগঠন কাতাইব হিজবুল্লাহ সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর পুনরুত্থানের প্রেক্ষাপটে বাশার আসাদ সরকারকে সহযোগিতা করতে সিরিয়ায় সেনা পাঠানোর জন্য বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

গতকাল (মঙ্গলবার) টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে সংগঠনটি এই আহ্বান জানায়। আশঙ্কা করা হচ্ছে- সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চলমান তাণ্ডব ও বর্বরতা ইরাকেও ছড়িয়ে পড়তে পারে।

কাতাইব হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, “যেহেতু সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে ইরাকের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে, সে কারণে আমরা বিশ্বাস করি সিরিয়া সরকারের সাথে সমন্বয় করে দেশটিতে ইরাকের  নিয়মিত বাহিনী মোতায়েন করা উচিত।” 

বিবৃতিতে আরো বলা হয়, কাতাইব হিজবুল্লাহ সিরিয়ার জনগণের বিরুদ্ধে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপরাধমূলক আগ্রাসনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে তারা এখনো সিরিয়ায় তাদের যোদ্ধা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। 

এদিকে, ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের সর্ববৃহৎ জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সিরিয়ায় যা কিছু হচ্ছে তার সরাসরি প্রভাব পড়ছে ইরাকের জাতীয় নিরাপত্তার ওপর। সংগঠনটি আরো বলেছে, ইসরাইল সহিংসতা ও অস্ত্রবাজির মাধ্যমে এই অঞ্চলের নেতৃত্ব দিতে চায়, এ কারণে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীকে দখলদার সরকার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।