আবুধাবিতে আমেরিকা ও আমিরাতের যৌথ মহড়া শুরু
https://parstoday.ir/bn/news/west_asia-i86572-আবুধাবিতে_আমেরিকা_ও_আমিরাতের_যৌথ_মহড়া_শুরু
মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যৌথ সামরিক মহড়া আবুধাবিতে শুরু হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৯, ২০২১ ১৮:২৫ Asia/Dhaka
  • আবুধাবিতে আমেরিকা ও আমিরাতের যৌথ মহড়া শুরু

মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যৌথ সামরিক মহড়া আবুধাবিতে শুরু হয়েছে।

মহড়ায় অংশ নিচ্ছে দুই দেশের স্থলবাহিনী। দশ দিন ধরে এই মহড়া চলবে। মহড়ার নাম দেওয়া হয়েছে 'ইস্পাত-কঠিন ঐক্য'।

আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সামরিক অভিজ্ঞতা বিনিময় ও যুদ্ধ প্রস্তুতি জোরদার করাই এ মহড়ার উদ্দেশ্য।

এর মধ্যদিয়ে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক বাড়বে বলেও তারা মন্তব্য করেছে।

আরব আমিরাতের কাছে এফ-৩৫ জঙ্গি-বিমানসহ অস্ত্র বিক্রি স্থগিত রাখার মার্কিন সিদ্ধান্তের একই সময়ে মহড়া শুরুর খবর এলো।

মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত মার্কিন স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরইমধ্যে দেশটি মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার দখলদার ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে।#  

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।