ইরবিলে রকেট হামলার সঙ্গে ইরানকে জড়ানোর তীব্র নিন্দা; তদন্তের দাবি
(last modified Tue, 16 Feb 2021 13:14:31 GMT )
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ১৯:১৪ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

ইরাকের ইরবিলে রকেট হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (মঙ্গলবার) বলেছেন, গতরাতে ইরবিলে রকেট হামলার সঙ্গে ইরানকে জড়িয়ে নানা ধরণের গুজব রটানো হচ্ছে। আমরা এসব গুজব প্রত্যাখ্যান করছি এবং ইরানকে জড়িয়ে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান, ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে। ইরান দেশটিতে যেকোনো ধরণের অস্থিতিশীলতা সৃষ্টির তৎপরতার বিরোধী।

এ ধরণের তৎপরতাকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইরবিলের ঘটনার তদন্ত ও অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে আমরা ইরাক সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের ইরবিল শহরে গতরাতে রকেট হামলায় অন্তত একজন বেসামরিক কন্ট্রাক্টর নিহত এবং মার্কিন সেনাসহ কয়েকজন আহত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জোটের মুখপাত্র কর্নেল ওয়েন মারত্তো জানান, রকেট হামলায় একজন বেসামরিক কন্ট্রাক্টর নিহত এবং পাঁচজন বেসামরিক কন্টাক্টর আহত হয়েছেন। এই হামলায় আমেরিকার এক সেনা আহত হন বলেও তিনি জানান।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ