ওমান উপসাগরে ইসরাইলি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা: ইসরাইলি মিডিয়া
(last modified Fri, 26 Mar 2021 11:34:02 GMT )
মার্চ ২৬, ২০২১ ১৭:৩৪ Asia/Dhaka
  • প্রতীকী ছবি
    প্রতীকী ছবি

ওমান উপসাগরে ইসরাইলের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

বর্ণবাদী ইসরাইলের চ্যানেল-টুয়েলভ এই খবর দিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্র হামলায় বাণিজ্যিক জাহাজটির ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।

টিভি চ্যানেলটি আরও জানিয়েছে, তাঞ্জানিয়া থেকে ভারতে যাওয়ার পথে জাহাজে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে জাহাজটি আঘাতপ্রাপ্ত হওয়ার পরও যাত্রা অব্যাহত রাখতে পেরেছে। হামলার শিকার জাহাজটি ইসরাইলের হাইফা বন্দর কেন্দ্রিক কোম্পানি 'এক্সটি মেনেজমেন্ট' এর মালিকানাধীন বলে জানানো হয়েছে।

ইসরাইলি টিভি চ্যানেলটি কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে। এর আগেও একটি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছিল, কিন্তু তেহরান তা প্রত্যাখ্যান করেছে।

গত কয়েক মাস ধরে ইসরাইলের বিভিন্ন গণমাধ্যম যেকোনো ঘটনার জন্য ইরানকে দায়ী করার চেষ্টা চালিয়ে আসছে।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ