ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ইসরাইলের সাইবার হামলা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যাঞ্চলীয় নাতাঞ্জ শহরের পরমাণু স্থাপনায় ইহুদিবাদী ইসরাইল সাইবার হামলা চালিয়েছে। ইসরাইলের গণমাধ্যমের খবর অনুসারে, গোয়েন্দা সূত্রগুলো একে ইসরাইলের সাইবার হামলা বলেই উল্লেখ করেছে।
ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোন বলেছেন, তিনি আশা করছেন নাতাঞ্জ ঘটনার জন্য ইসরাইলের ভেতরকার কেউ স্বেচ্ছায় দায়িত্ব স্বীকার করবে না। তিনি বলেন, ‘কিছু কিছু ঘটনা আছে যেখানে চুপ থাকাটাই সুন্দর’।

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানিয়েছেন, রোববারের ঘটনায় নাতাঞ্জ পরমাণু স্থাপনার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যেদিন প্রথমবারের মতো ইসরাইল সফরে করেন সেদিনই নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলা হয়। হামলার পরপরই ইরান তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে জানায়। এ ঘটনার জন্য ইরান শুরু থেকেই ইসরাইলকে দোষারোপ করে আসছে। নাশতাকে ইরান ‘যুদ্ধাপরাধ’ উল্লেখ করে তার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৪