দুবাইয়ের রাজকুমারীর মুক্তি চান জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা
https://parstoday.ir/bn/news/west_asia-i90440-দুবাইয়ের_রাজকুমারীর_মুক্তি_চান_জাতিসংঘ_মানবাধিকার_বিশেষজ্ঞরা
জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা দুবাইয়ের বন্দী রাজকুমারী সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই রাজকুমারীর ইচ্ছার বিরুদ্ধে একটি ভিলা বাড়িতে আটকে রাখার খবর বের হওয়ার দুই মাসের বেশি সময় পর জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা এই আহ্বান জানালেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২১, ২০২১ ১৫:৪৩ Asia/Dhaka
  • রাজকুমারী শিখা লাতিফা
    রাজকুমারী শিখা লাতিফা

জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা দুবাইয়ের বন্দী রাজকুমারী সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই রাজকুমারীর ইচ্ছার বিরুদ্ধে একটি ভিলা বাড়িতে আটকে রাখার খবর বের হওয়ার দুই মাসের বেশি সময় পর জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা এই আহ্বান জানালেন। 

গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, গত ফেব্রুয়ারি মাসে রাজকুমারী শিখা লাতিফা বন্দীত্বের ভিডিও ফুটেজ প্রকাশ হওয়ার পরে তার পরিস্থিতি সম্পর্কে তথ্য জানতে চাওয়া হলেও দেশটির সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য  সরবরাহ করে নি।”  

জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা আরো বলেছেন, রাজকুমারি শিখা লতিফাকে একটি বাড়িতে রেখে দেখাশুনা করা হচ্ছে বলে আমিরাত সরকার যে তথ্য দিয়েছে, ঘটনার এ পর্যায়ে তা যথেষ্ট নয়। 

জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা রাজকুমারীর অবস্থা জানার জন্য স্বতন্ত্রভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, কেন ও কোন অবস্থায় তাকে আটক রাখা হয়েছে সেটি জানা জরুরী।  পাশাপাশি রাজকুমারীর দ্রুত মুক্তি দাবি করেছেন এসব বিশেষজ্ঞ।

গত ফেব্রুয়ারি মাসে ৩৫ বছর বয়সী রাজকুমারী শিখা লতিফা একটি ভিডিও বার্তায় জানিয়েছিলে, তিনি একটি তালাবদ্ধ ভিলা বাড়িতে বন্দিদশায় রয়েছেন। বাড়ির চারপাশে পুলিশের পাহারা বসানো আছে বলেও জানান তিনি। লতিফা বলেন, “আমি একজন পণবন্দী এবং এই ভিলাকে কারাগারে পরিণত করা হয়েছে। সমস্ত জানালা তালাবদ্ধ, আমি কোনো জানালা খুলতে পারি না।”#

পার্সটুডে/এসআইবি/২১