চেষ্টা করেও সিরিয়ার ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছি: ইসরাইলি যুদ্ধমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i90546-চেষ্টা_করেও_সিরিয়ার_ক্ষেপণাস্ত্র_আটকাতে_ব্যর্থ_হয়েছি_ইসরাইলি_যুদ্ধমন্ত্রী
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তয স্বীকার করেছেন, দিমোনা পরমাণু স্থাপনার কাছে আঘাতকারী সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি আটকানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। তিনি বৃহস্পতিবার তেল আবিবে এ স্বীকারোক্তি দিয়েছেন বলে টাইমস অব ইসরাইল জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৩, ২০২১ ১০:০৪ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তয
    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তয

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তয স্বীকার করেছেন, দিমোনা পরমাণু স্থাপনার কাছে আঘাতকারী সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি আটকানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। তিনি বৃহস্পতিবার তেল আবিবে এ স্বীকারোক্তি দিয়েছেন বলে টাইমস অব ইসরাইল জানিয়েছে।

গান্তয বলেছেন, “ক্ষেপণাস্ত্রটি ঠেকানোর জন্য চেষ্টা করা হয়েছিল যা ব্যর্থ হয়েছে। আমরা এখনো বিষয়টি খতিয়ে দেখছি।”

এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, একটি ইসরাইলি জঙ্গিবিমানকে লক্ষ্য করে সিরিয়ার এস-২০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একটি এসএ-৫ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইসরাইলের চরম-গোপনীয় ও বহু বিতর্কিত দিমোনা পরমাণু স্থাপনার ৩০ কিলোমিটারের মধ্যে আঘাত হানে। ইহুদিবাদী ইসরাইলের প্রধান পরমাণু অস্ত্র কর্মসূচি এই স্থাপনায় পরিচালিত হয়।

ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী দাবি করেন, এ ধরনের অতি গুরুত্বপূর্ণ ঘটনার ব্যাপারে ইসরাইলি সামরিক বাহিনী সব সময় সতর্ক থাকে। স্পর্শকাতর স্থাপনাগুলোর নিরাপত্তা দিতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সচেষ্ট রাখা হয়।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।