বন্দুকের ট্রিগারে আঙুল রাখতে গাজাবাসীর প্রতি হামাসের আহ্বান
(last modified Mon, 26 Apr 2021 05:58:40 GMT )
এপ্রিল ২৬, ২০২১ ১১:৫৮ Asia/Dhaka
  • হামাস যোদ্ধাদের ফাইল ফটো
    হামাস যোদ্ধাদের ফাইল ফটো

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিজেদের বন্দুকের ট্রিগারে আঙুল রাখার জন্য গাজাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সংগঠনটি প্রতিরোধ যোদ্ধাদেরকে তাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখার কথা বলেছে। 

 

অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী ও ফিলিস্তিনি জনগণের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে সহিংস সংঘর্ষ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই আহ্বান জানালো হামাস। সংগঠনটি ফিলিস্তিনের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। 

রোববার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, পবিত্র আল-কুদস জেরুজালেম শহরের সমস্ত নারী, পুরুষ ও তরুণদের প্রতি হামাস এই আহবান জানাচ্ছে যে, সবাই ঐক্যবদ্ধ থাকুন। এর মাধ্যমে একথা প্রমাণ করে দিন যে, পবিত্র আল-কুদস ফিলিস্তিনিদের হৃদয়ের গভীরে রয়েছে।

হামাস ফিলিস্তিনের সমস্ত প্রতিরোধকামী সংগঠনগুলোকে ইসরাইলি আগ্রাসনের মুখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আরো বলেছে, গাজার প্রতিটি প্রতিরোধকামী গ্রুপকে বন্দুকে ট্রিগারে তাদের আঙুল রাখতে হবে এবং ইহুদিবাদী ইসরাইলের শক্তিশালী ঘাঁটি ও সামরিক স্থাপনায় আঘাত করতে হবে।

পবিত্র জেরুজালেম শহরের আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইহুদিবাদীদের কয়েকদফা সহিংস হামলার পর হামাসের পক্ষ থেকে এই বিবৃতি দেয়া হলো।#

পার্সটুডে/এসআইবি/২৬

ট্যাগ