ইরানের সঙ্গে আলোচনা হয়েছে: সৌদি আরব
(last modified Sat, 08 May 2021 12:56:02 GMT )
মে ০৮, ২০২১ ১৮:৫৬ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে আলোচনা হয়েছে: সৌদি আরব

সৌদি আরব বলেছে, আঞ্চলিক উত্তেজনা কমাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি প্রণয়ন বিষয়ক কর্মকর্তা রিদ কারিমলি বলেছেন, তেহরান ও রিয়াদের মধ্যে আলোচনার যেসব খবর বেরিয়েছে তা সত্য। তবে দুই পক্ষের আলোচনার ফলাফল এখনও স্পষ্ট নয়। তিনি বলেন, আলোচনার সম্ভাব্য ফলাফল নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

এই প্রথম সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তেহরান-রিয়াদ আলোচনার কথা স্বীকার করা হলো।

কিছু দিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, ইরাকে সৌদি আরব ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। ইরানও এ সংক্রান্ত খবর প্রত্যাখ্যান করেনি বরং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সম্প্রতি বলেছেন, তেহরান সব সময় রিয়াদের সঙ্গে আলোচনাকে স্বাগত জানায় এবং এটাকে দুই দেশের জন্যই কল্যাণকর বলে মনে করে।

এর আগে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

ইরান ও সৌদি আরবের মধ্যে পাঁচ বছর ধরে কূটনৈতিক সম্পন্ন ছিন্ন রয়েছে।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ