ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধ করে দখলদার ইসরাইলে হামলা করুন: সৌদিকে হুথি প্রধান
https://parstoday.ir/bn/news/west_asia-i91658
ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মাদ আলী আল হুথি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, 'আপনারা ইয়েমেনে বোমাবর্ষণ ও আগ্রাসন বন্ধ করে দখলদার ইসরাইলে হামলা করুন। তাহলে আমরা আর পাল্টা জবাব দেব না।' 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ১৫, ২০২১ ১৫:৩৩ Asia/Dhaka
  • মুহাম্মাদ আলী আল হুথি
    মুহাম্মাদ আলী আল হুথি

ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মাদ আলী আল হুথি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, 'আপনারা ইয়েমেনে বোমাবর্ষণ ও আগ্রাসন বন্ধ করে দখলদার ইসরাইলে হামলা করুন। তাহলে আমরা আর পাল্টা জবাব দেব না।' 

ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ইসরাইলের অব্যাহত হামলার বিরুদ্ধে মুসলমানদের জোরালো পদক্ষেপের প্রয়োজনীয়তার প্রতি ইঙ্গিত করে তিনি আজ (শনিবার) এ কথা বলেছেন।

মুহাম্মাদ আলী আল-হুথি আরও বলেছেন, 'ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা ও আগ্রাসনের বিষয়ে সৌদি আরব কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছে না, কোনো পদক্ষেপই তাদের পক্ষ থেকে লক্ষ্য করা যাচ্ছে না। এ অবস্থায় আমি সৌদি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা ইয়েমেনে বোমা হামলার বদলে ইসরাইলে কয়েকটি বোমা ফেলুন। আপনারা যদি এটা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের পাল্টা হামলা বন্ধ করে দেব।'

আলী আল-হুথি আরও বলেন, 'ইসরাইলে বোমাবর্ষণ করলে আমরা আপনাদের ওপর আর হামলা চালাব না, এমনকি আপনারা আমাদের ওপর হামলা অব্যাহত রাখলেও আমরা প্রতিক্রিয়া দেখাব না।'

এর আগে তিনি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, 'আসুন মা'রিবে চলমান সংঘর্ষ বন্ধ করে একসঙ্গে মসজিদুল আকসা রক্ষায় বায়তুল মুকাদ্দাসের দিকে রওনা হই।'

ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদ এর আগে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুতি ঘোষণা করেছে।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।