পশ্চিম তীরকে ইসরাইলের জন্য দোজখ বানাও: যোদ্ধাদের প্রতি ফাতাহ আন্দোলন
(last modified Sat, 15 May 2021 18:12:50 GMT )
মে ১৬, ২০২১ ০০:১২ Asia/Dhaka
  • আল-আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা
    আল-আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরাইলের জন্য সম্পূর্ণভাবে দোজখে পরিণত করতে ফাতাহ যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনের নেতারা। আজ (শনিবার) এক বিবৃতিতে ফাতাহ আন্দোলনের সামরিক শাখা আল-আকসা শহীদ ব্রিগেড তাদের যোদ্ধাদের এ নির্দেশনা দেয়।

পবিত্র জেরুজালেম আল-কুদস শহর এবং গাজা উপত্যকার জনগণের ওপর যখন ইহুদিবাদী সেনারা ব্যাপক সামরিক আগ্রাসন চালাচ্ছে তখন আল-আকসা ব্রিগেডকে এ নির্দেশ দেয়া হলো।

বিবৃতিতে বলা হয়েছে, সমস্ত পথ, ইহুদি বসতি এবং শরণর্থী শিবিরকে আপনারা যেভাবে টার্গেট করে থাকুন সেভাবে হামলা চালান এবং পশ্চিম তীরকে ইসরাইলের জন্য পুরোপুরি দোজখে পরিণত করুন।#

পার্সটুডে/এসআইবি/১৫

ট্যাগ