শক্তিশালী ও স্বাধীন ইরাক গঠনের প্রতি ইরানের নিশ্চিত সমর্থন রয়েছে: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i92878-শক্তিশালী_ও_স্বাধীন_ইরাক_গঠনের_প্রতি_ইরানের_নিশ্চিত_সমর্থন_রয়েছে_মুখপাত্র
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে শক্তিশালী, স্বাধীন, উন্নত এবং ঐক্যবদ্ধ ইরাক গঠনের প্রতি তেহরানের পক্ষ থেকে নিশ্চিত সমর্থন দেয়ার কথা ঘোষণা করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৯, ২০২১ ২১:৫৩ Asia/Dhaka
  • শেখ হুমাম হামুদির সঙ্গে সাঈদ খাতিবজাদের বৈঠক
    শেখ হুমাম হামুদির সঙ্গে সাঈদ খাতিবজাদের বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে শক্তিশালী, স্বাধীন, উন্নত এবং ঐক্যবদ্ধ ইরাক গঠনের প্রতি তেহরানের পক্ষ থেকে নিশ্চিত সমর্থন দেয়ার কথা ঘোষণা করেছেন।

সরকারি সফরে ইরাক পৌঁছে তিনি দেশটির কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

এরইমধ্যে ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা কাসিম আল-আরাজি, ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি এবং শিয়া রাজনৈতিক দল ‘ইসলামিক কাউন্সিল অব ইরাক’- এর নেতা শেখ হুমাম হামুদির সঙ্গে বৈঠক করেছেন।

এছাড়া, সাঈদ খাতিবজাদে ইরাকের বেশ কয়েকজন সুন্নি আলেম এবং বিশেষজ্ঞ ও গবেষকের  সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে আঞ্চলিক ঘটনাবলী এবং ইরান-ইরাক সম্পর্ক নিয়ে তিনি কথা বলেন।

বৈঠকে ইরাক সরকারের প্রতি ইরানের পক্ষ থেকে সম্পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেন সাঈদ খাতিবজাদে। ইরাকি জনগণের আশা-আকাঙ্ক্ষা ও দেশটির জাতীয় সংসদ নির্বাচনের বিষয় নিয়েও আলোচনা করেন।#

পার্সটুডে/এসআইবি/৯