আমেরিকা ইয়েমেনের যুদ্ধকেই অগ্রাধিকার দিচ্ছে: হুথি আন্দোলন
(last modified Fri, 11 Jun 2021 09:04:13 GMT )
জুন ১১, ২০২১ ১৫:০৪ Asia/Dhaka
  • মার্কিন অর্থ মন্ত্রণালয়
    মার্কিন অর্থ মন্ত্রণালয়

ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, আমেরিকা সানার বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মাধ্যমে পরিষ্কার হয় যে, ওয়াশিংটন সানার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র করছে এবং দারিদ্র্যপীড়িত এ দেশটির ভঙ্গুর অর্থনীতির শ্বাস রোধ করতে চায়।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি আজ (বৃহস্পতিবার) সকালে এক টুইটার পোস্টে এসব কথা বলেছেন। পোস্টে তিনি মার্কিন নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা ও নিন্দা করেন।

আলী আল-হুথি বলেন, দেশের কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর বেসরকারি খাতের ওপর নিষেধাজ্ঞা এবং বিভিন্ন কলকারখানা ও উৎপাদন কেন্দ্রের ওপর বিমান হামলা, সর্বাত্মক অবরোধ আরোপের মাধ্যমে ইয়েমেনিদেরকে উপোষ রাখার চেষ্টা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধের ব্যবস্থা ইয়েমেনের অর্থনীতিকে ধ্বংস করে দেয়ার ধারাবাহিক ষড়যন্ত্রেরই অংশ।

মোহাম্মদ আলী আল-হুথি

গতকাল (বৃহস্পতিবার) মার্কিন অর্থমন্ত্রণালয় ইয়েমেনের একটি ‘মানি নেটওয়ার্ক’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই নেটওয়ার্কের মাধ্যমে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে অর্থ যোগান দেয়া হয় বলে অভিযোগ করেছে আমেরিকা। সানা-কেন্দ্রিক ইয়েমেনের যে সরকার ব্যবস্থা রয়েছে তার মূল পরিচালনার কেন্দ্রবিন্দুতে দায়িত্বে রয়েছে এই হুথি আন্দোলন।#

পার্সটুডে/এসআইবি/১১

ট্যাগ