আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় ১১৯ তালেবান নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i92948-আফগানিস্তানে_গত_২৪_ঘণ্টায়_১১৯_তালেবান_নিহত
আফগানিস্তানে গত চব্বিশ ঘণ্টায় তালেবান বাহিনীর ১১৯ সদস্য নিহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১১, ২০২১ ১৭:১৬ Asia/Dhaka
  • (ফাইল ফটো)
    (ফাইল ফটো)

আফগানিস্তানে গত চব্বিশ ঘণ্টায় তালেবান বাহিনীর ১১৯ সদস্য নিহত হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনীর দিবারাত্র অভিযানে ওই ১১৯ তালেবান নিহত হয়।

আফগান বার্তা সংস্থা শাফাকনা সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও ৪১ তালেবান আহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে আফগানিস্তানের গজনি, আরজগান, হেরাত, সারপোল,ফারিয়াব, বাগলান এবং তোখার প্রদেশে ওই হতাহতের ঘটনা ঘটে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, তালেবানদের সাথে ওই সংঘটিত অভিযানে নিরাপত্তা বাহিনী প্রচুর অস্ত্রশস্ত্রও জব্দ করেছে।

তালেবান বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখানো হয় নি।

আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সম্প্রতি সহিংস ঘটনা বেড়ে গেছে।

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।