কায়রো সফরে ফিলিস্তিনের হামাস ও জিহাদ নেতৃবৃন্দ: মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
(last modified Fri, 11 Jun 2021 12:52:50 GMT )
জুন ১১, ২০২১ ১৮:৫২ Asia/Dhaka
  • বৈঠকে জিয়াদ আন-নাখালা ও ইসমাইল হানিয়া
    বৈঠকে জিয়াদ আন-নাখালা ও ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া জিহাদে ইসলামি আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে মিশরের রাজধানী কায়রোয় বৈঠক করেছেন।

ফিলিস্তিন আল-আন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, গতরাতে ওই দুই নেতা "সোর্ড অব কুদস" অভিযানে বিজয় অর্জন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত-বিনিময় করেন। ফিলিস্তিনের জাতীয় বিভিন্ন দিকসহ, আরব, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ১১ দিনের ওই যুদ্ধের প্রতিক্রিয়া ও পরিণতির পাশাপাশি জাতীয় ওই অর্জনের উন্নয়ন ও বিকাশের উপায় নিয়ে আলোচনা করেছেন।

হামাস এবং ইসলামী জিহাদের উভয় নেতা বলেন, সোর্ড অব কুদস যুদ্ধ এ অঞ্চলে গভীর পরিবর্তনের সূচনা করেছে। এই প্রতিরোধ যুদ্ধ দখলদার শত্রুদের কৌশল ও হিসেব-নিকেশের সমীকরণ ভেঙ্গে দিয়েছে। বছরের পর বছর ধরে শত্রুরা ফিলিস্তিনের ওপর যে দখলদারিত্ব চাপিয়ে দিয়েছিল তাদের সেই দখলদারিত্ব এবার চ্যালেঞ্জের সম্মুখিন হয়েছে।

প্রতিরোধ শক্তি ফিলিস্তিনিদের মনের সুপ্ত হতাশা দূর করে দিয়ে আশার নয়া দিগন্ত উন্মোচন করেছে বলেও উভয় নেতা মন্তব্য করেন।

প্রতিরোধ আন্দোলনের নেতারা গাজার পুনর্গঠন, যুদ্ধবিরতি স্থিতিশীল করাসহ বন্দী বিনিময়ের বিষয় নিয়ে মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে কথা রয়েছে।  

পার্সটুডে/এনএম/১১

 

 

ট্যাগ