আটক সৌদি সেনা ও সুদানি ভাড়াটে সন্ত্রাসীদের ছবি প্রকাশ করল ইয়েমেনিরা
https://parstoday.ir/bn/news/west_asia-i93172-আটক_সৌদি_সেনা_ও_সুদানি_ভাড়াটে_সন্ত্রাসীদের_ছবি_প্রকাশ_করল_ইয়েমেনিরা
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর অপারেশন্স কমান্ড সেন্টারের মিডিয়া ব্যুরো আটক বহু সংখ্যক সৌদি সেনা ও সুদানের ভাড়াটে সন্ত্রাসীদের ছবি প্রকাশ করেছে।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জুন ১৫, ২০২১ ২১:২৬ Asia/Dhaka
  • আটক সৌদি সেনা ও সুদানি ভাড়াটে সন্ত্রাসীদের ছবি প্রকাশ করল ইয়েমেনিরা

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর অপারেশন্স কমান্ড সেন্টারের মিডিয়া ব্যুরো আটক বহু সংখ্যক সৌদি সেনা ও সুদানের ভাড়াটে সন্ত্রাসীদের ছবি প্রকাশ করেছে।

একই সাথে বেশকিছু সৌদি সেনার সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। সম্প্রতি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে অভিযান পরিচালনার সময় এসব সেনা ও ভাড়াটে সন্ত্রাসীকে আটক করে ইয়েমেনের সেনারা। সৌদি সেনাদের স্বীকারোক্তিমূলক সাক্ষাৎকার ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরায় সম্প্রতি হয়েছে।

সাক্ষাৎকারে আটক সেনারা নিজেদের পরিচয় দিয়ে তারা সামরিক বাহিনীর কোন ইউনিটে ছিল তা জানাচ্ছে। তারা বলেছে, আটক হওয়ার পর ইয়েমেনি সেনাদের কাছ থেকে তারা মানবিক আচরণ পেয়েছে। তারা তাদের পরিবারকেও আশ্বস্ত করেছে যে, তারা সবাই সুস্থ আছে। 

এসব বন্দী সৌদি সরকারের প্রতি তাদের মুক্তি নিশ্চিত করা ও ইয়েমেনের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। এই যুদ্ধকে তারা অযৌক্তিক বলেও মন্তব্য করেছে।#   

পার্সটুডে/এসআইবি/১৫