আইএস জঙ্গিদের বিরুদ্ধে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের আরেকটি বিজয়: বহু অস্ত্র জব্দ
https://parstoday.ir/bn/news/west_asia-i94388
ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবি সংগঠনের কমান্ডার কাসেম মোসলেহকে সম্প্রতি ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নিয়ন্ত্রিত গণমাধ্যমের প্ররোচনা ও ইরাকে বিদেশী মদদপুষ্ট একটি চক্র তাকে গ্রেফতার করেছিল। কিন্তু তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয়া হয়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ১০, ২০২১ ১৭:৩২ Asia/Dhaka

ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবি সংগঠনের কমান্ডার কাসেম মোসলেহকে সম্প্রতি ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নিয়ন্ত্রিত গণমাধ্যমের প্ররোচনা ও ইরাকে বিদেশী মদদপুষ্ট একটি চক্র তাকে গ্রেফতার করেছিল। কিন্তু তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয়া হয়।

এদিকে, হাশদ আশ-শাবির এই কমান্ডার গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে আল আনবার প্রদেশে দায়েশ বা আইএস জঙ্গিসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ তুলে ধরে বলেছেন, হাশদ আশ শাবির প্রচেষ্টায় আইএস জঙ্গিদের বেশ কিছু ষড়যন্ত্র ও হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেয়া হয়েছে। তিনি আরো বলেছেন, প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে হাশদ আশ-শাবি এক অভিযান চালিয়ে দায়েশ বা আইএস জঙ্গিদের অবস্থানে হামলা চালিয়ে তাদের বহু অস্ত্রশস্ত্র ও সাজোয়া যান জব্দ করেছে।

হাশদ আশ শাবির সামরিক শাখা এমন সময় এ সফল অভিযান চালিয়েছে যখন এই গণবাহিনী সম্প্রতি ইরাকের সরকারি সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হাশদ আশ-শাবি সংগঠন প্রতিষ্ঠার সপ্তম বার্ষিকী পালন করেছে এবং তারা আইএস জঙ্গি গোষ্ঠী ও তাদের বিদেশি মদদদাতাদের দেখিয়ে দিয়েছে দেশের ভেতরে ও বাইরের বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলায় ইরাকের জাতীয় স্বার্থ ও জনগণকে রক্ষার প্রশ্নে কোনো আপোষ করবে না  এই সংগঠন।

ইরাকের প্রধানমন্ত্রী কাজেমি

পর্যবেক্ষকরা বলছেন, ইরাকের জনপ্রিয় হাশদ আশ শাবি সংগঠন এবং এর কমান্ডারদের বিরুদ্ধে এ অঞ্চলের কোনো দেশের গণমাধ্যমের অপপ্রচরের মূল কারণ হচ্ছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি অতীতে এবং এখনো আমেরিকা ও কয়েকটি আরব দেশের সমর্থন পুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে এবং বিরাট সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের কারণে হাশদ আশ-শাবির প্রতি ইরাকের জনগণের আস্থা ও বিশ্বাস আরো গভীর হয়েছে। ইরাকের জনগণ এটা বুঝতে পেরেছে দেশে যে শান্তি ও নিরাপত্তা বিরাজ করছে তা শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে হাশদ আশ-শাবি সংগঠনের সাহসিকতা ও আত্মত্যাগের কারণেই। এ কারণেই যুক্তরাষ্ট্র ও এ অঞ্চলে তার আরব মিত্ররা হাশদ আশ-শাবির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

ইরাকের হাশদ আশ-শাবি সংগঠনের কমান্ডার কাসেম মোসলেহ গতকালের বিবৃতিতে আরো বলেছেন, 'আল আনবার প্রদেশে তাদের সামরিক অভিযান দায়েশ বা আইএস জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছে এবং তারা কার্যত অচল হয়ে পড়েছে। এমনভাবে জঙ্গিরা পর্যুদস্ত হয়েছে যে তারা যেসব অভিযান পরিচালনার পরিকল্পনা করেছিল আপাতত তা থেকে সরে এসেছে।'

প্রকৃতপক্ষে, ইরাকে আগামী অক্টোবরে সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে জনপ্রিয় হাশদ আশ শাবির বিরুদ্ধে ততই অপপ্রচার জোরদার হচ্ছে এবং তাদেরকে রাজনৈতিক ও সামরিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। একই সঙ্গে শত্রুরা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করাসহ বিভিন্ন কৃত্রিম সংকট তৈরি করে এর দায়ভার ইরান ও তাদের সমর্থক হাশদ আশ-শাবির মতো প্রতিরোধ সংগঠনগুলোর ওপর চাপানোর চেষ্টা করছে। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে সন্ত্রাসীদের বিরুদ্ধে হাশদ আশ-শাবির সফল অভিযান আবারো প্রমাণ করেছে যত ষড়যন্ত্রই হোক না কেন হাশদ আশ-শাবি এখনো সন্ত্রাসীদের পথের কাটা হয়ে আছে। # 

পার্সটুডে/রেজওয়ান হোসেন/ ১০