মার্কিন স্ক্যান ঈগল ড্রোন ভূপাতিত করলো ইয়েমেনি যোদ্ধারা
(last modified Sat, 14 Aug 2021 12:13:00 GMT )
আগস্ট ১৪, ২০২১ ১৮:১৩ Asia/Dhaka

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা'রিব প্রদেশে মার্কিন নির্মিত একটি স্ক্যান ঈগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী।

ইয়েমেনের হুথিরা আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিযয়ি আজ (শনিবার) টুইটার পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনে বিমান প্রতিরক্ষা বাহিনী অভ্যন্তরীণভাবে নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। মা'রিব প্রদেশের মেজগাল এলাকায় ড্রোনটি শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছিল। তবে ড্রোনটি সৌদি জোটের জন্য নাকি সরাসরি আমেরিকার হয়ে গোয়েন্দাগিরি করলি তা পরিষ্কার নয়।

স্ক্যান ঈগল ড্রোন

জেনারেল সারিয়ি জানান, ড্রোন ভূপাতিত করার ঘটনাটি ভিডিও করা হয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী গত জুন মাসে সৌদি মালিকানাধীন একটি স্ক্যান ঈগল ড্রোন ভূপাতিত করে। মার্কিন বিমান কোম্পানি বোয়িং হচ্ছে স্ক্যান ঈগল ড্রোনের নির্মাতা।

এদিকে, হুদাইদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট গত ২৪ ঘন্টায় ‌১৩৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা এ তথ্য দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৪