‘দখলদারিত্ব হচ্ছে সন্ত্রাসবাদের মূল উৎস’
(last modified Mon, 11 Oct 2021 04:35:28 GMT )
অক্টোবর ১১, ২০২১ ১০:৩৫ Asia/Dhaka
  • নাবিল আবু রুদাইনে
    নাবিল আবু রুদাইনে

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে  পরিষ্কার করে বলেছে, “দখলদারিত্ব হচ্ছে সন্ত্রাসবাদের মূল উৎস।”

ফিলিস্তিনি রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে নাফতালি বেনেট বক্তব্য দেয়ার পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনে একথা বলেছেন।

তিনি এক বিবৃতিতে বলেন, পূর্ব বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে গঠিত ফিলিস্তিন রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ২০১২ সালের ২৯ নভেম্বর থেকে ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য। ফলে ফিলিস্তিনিদের অধিকার সম্পর্কে অথবা তাদের মূল্যায়ন করার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তাদের মন্তব্য করার প্রয়োজন নেই।

নাফতালি বেনেট

আবু রুদাইনেহ সুস্পষ্ট করে বলেন, “আমাদের ভূমি এবং আমাদের স্থাপনা থেকে ইসরাইলি দখলদারিত্ব অবসানের মধ্যদিয়ে কেবল সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা হতে পারে।”

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অর্থই হচ্ছে খুব সম্ভবত একটি সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তার এই বক্তব্যের নিন্দাও জানিয়েছেন আবু রুদাইনে।#

পার্সটুডে/এসআইবি/১১

ট্যাগ