ইরাকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা; সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে সাদরের জোট
https://parstoday.ir/bn/news/west_asia-i98734-ইরাকে_নির্বাচনের_চূড়ান্ত_ফলাফল_ঘোষণা_সরকার_গঠনের_চেষ্টা_চালাচ্ছে_সাদরের_জোট
ইরাকের সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করে বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত সব অভিযোগ নিরপেক্ষভাবে বিবেচনা করা হয়েছে। প্রতিটি ভোট হাতে গণনা করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৭, ২০২১ ১৬:৪২ Asia/Dhaka
  • মুকতাদা আল-সাদর
    মুকতাদা আল-সাদর

ইরাকের সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করে বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত সব অভিযোগ নিরপেক্ষভাবে বিবেচনা করা হয়েছে। প্রতিটি ভোট হাতে গণনা করা হয়েছে।

এবারের নির্বাচনে ধর্মীয় নেতা ও আলেম মুকতাদা আল-সাদরের নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৭৩ আসন পেয়েছে।

চূড়ান্ত ফলাফল প্রকাশের পর  মুকতাদা আল-সাদর বলেছেন, তারা এমন একটি সরকার গঠনের চেষ্টা করছেন যা জনগণের সেবায় আত্মনিয়োগ করবে। সরকার গঠনে সহযোগিতা করতে সব দল ও সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি।

মুকতাদা আল সাদরের জোট ৭৩টি আসন পেলেও তা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়। তাদেরকে অন্য দল ও জোটের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হবে।

চূড়ান্ত ফলাফল অনুযায়ী মুকতাদা সাদরের জোটের পরই আসন সংখ্যায় এগিয়ে আছে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল-হালবুসি'র নেতৃত্বাধীন তাকাদ্দুম কোয়ালিশন। তারা পেয়েছে ৩৭টি আসন। নুরি আল-মালিকির স্টেট অব ল জোট ৩৪ আসনে জিতে তৃতীয় অবস্থানে রয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৪০টি আসনে জিতেছেন। 

গত ১০ অক্টোবর ইরাকের পার্লামেন্টের ৩২৯ আসনের জন্য নির্বাচন হয়। এটি ছিল আগাম নির্বাচন।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন