মার্কিন দূতাবাসের এক স্নাইপার চিহ্নিত
(last modified Mon, 18 Oct 2021 04:40:16 GMT )
অক্টোবর ১৮, ২০২১ ১০:৪০ Asia/Dhaka
  • স্নাইপার শুকরি আবু সা’ব
    স্নাইপার শুকরি আবু সা’ব

লেবাননের রাজধানী বৈরুতে গত বৃহস্পতিবার হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্টের সমর্থকদের শান্তিপূর্ণ মিছিলে যে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে জড়িত এক স্নাইপারকে চিহ্নিত করা হয়েছে।

হোসেন মুর্তাজা নামে লেবাননের একজন সিনিয়র সাংবাদিক তার টুইটার একাউন্টে দেয়া পোস্টে বলেছেন, শুকরি আবু সা’ব নামে লেবাননের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য যিনি মার্কিন দূতাবাসে কর্মরত রয়েছেন তিনি হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের সমর্থকদের ওপর গুলি চালানো অন্যতম ব্যক্তি। হোসেন মুর্তজা মার্কিন দূতাবাসের ওই কর্মীর ছবিও প্রকাশ করেছেন।

গত বৃহস্পতিবার হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের সর্মথকরা বৈরুতের প্যালেস অফ জাস্টিসের দিকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের ওপর বর্বরভাবে গুলি চালানো হয়। এতে অন্তত সাত জন নিহত ও ৬০ জন আহত হন।

২০২০ সালে বৈরুত বন্দরে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের তদন্তকে রাজনীতিকীকরণের প্রতিবাদে ওই মিছিল বের করা হয়। বৈরুত বিস্ফোরণে ২০০’র বেশি মানুষ নিহত হয়েছিলেন।#

পার্সটুডে/এসআইবি/১৮