অক্টোবর ২০, ২০২১ ১২:৪৯ Asia/Dhaka
  • হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল এখনো মুসলিম বিশ্বকে বিভক্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত ৩৫তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তৃতায় হাসান নাসরুল্লাহ একথা বলেন। তিনি বলেন, “গত ১০ বছর ধরে আমরা মুসলিম ও আরব বিশ্বে এই ধরনের ঘৃণ্য ষড়যন্ত্র দেখেছি যার মারাত্মক প্রতিক্রিয়া হয়েছে।” 

গতকাল (মঙ্গলবার) ইরানের রাজধানী তেহরানে এই সম্মেলন শুরু হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েকশ মুসলিম বিশেষজ্ঞ ও চিন্তাবিদ সম্মেলনে অংশ নিচ্ছেন।

ইসলামি ঐক্য সম্মেলনে বক্তৃতা করছেন ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি

হাসান নাসরুল্লাহ বলেন, গত এক দশকে আমরা কঠিন সময় পার করেছি। এই সময়ে প্রথমবারের মতো মনে হয়েছে- মুসলিম বিশ্ব এবং মুসলিম জাতিগুলোর সম্পর্ক খাদের কিনারায় পৌঁছেছিল এবং এটাই চেয়েছিল আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল। তবে এরপরেও মুসলিম ঐক্য ধরে রাখার জন্য যারা আপ্রাণ চেষ্টা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে হবে।”

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ের পর মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয়। গত দশকের প্রথম দিকে যখন মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকদের বিরুদ্ধে ইসলামি জাগরণ শুরু হয় তখন থেকে মুসলিম ঐক্য প্রতিষ্ঠার জন্য বহু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং মুসলিম বিশ্ব বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। লক্ষ্যণীয় যে, এরপরও আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের হুমকি এবং ষড়যন্ত্র থেমে নেই বরং তাদের প্রচেষ্টা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ