ইরান ইসলামী ঐক্যের রাজধানী; ৩৮তম ঐক্য সম্মেলনে বিশ্বের ২০০রও বেশি ব্যক্তিত্ব
https://parstoday.ir/bn/news/iran-i141702-ইরান_ইসলামী_ঐক্যের_রাজধানী_৩৮তম_ঐক্য_সম্মেলনে_বিশ্বের_২০০রও_বেশি_ব্যক্তিত্ব
ইসলামি মাজহাবগুলোর ঘনিষ্ঠকরণ বিষয়ক বিশ্ব সংঘের মহাসচিব হুজ্জাতুল ইসলাম হামিদ শাহরিয়ারি বলেছেন: ইসলামি ঐক্য সম্মেলনের ৩৮ তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তেহরানের সামিট হলে ২৩৪ জন ধর্মীয় বিশেষজ্ঞ বা আলেম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১৭:০০ Asia/Dhaka
  • ইরান ইসলামী ঐক্যের রাজধানী; ৩৮তম ঐক্য সম্মেলনে বিশ্বের ২০০রও বেশি ব্যক্তিত্ব

ইসলামি মাজহাবগুলোর ঘনিষ্ঠকরণ বিষয়ক বিশ্ব সংঘের মহাসচিব হুজ্জাতুল ইসলাম হামিদ শাহরিয়ারি বলেছেন: ইসলামি ঐক্য সম্মেলনের ৩৮ তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তেহরানের সামিট হলে ২৩৪ জন ধর্মীয় বিশেষজ্ঞ বা আলেম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।

হুজ্জাতুল ইসলাম হামিদ শাহরিয়ারি বলেছেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ৩৮ তম ইসলামি ঐক্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

তিনি আরও বলেছেন, আমন্ত্রিত অতিথিদের মধ্যে ৩০টি মুসলিম দেশের ধর্মীয় চিন্তাবিদ ও সরকারী ব্যক্তিত্ব যারা সাধারণত আন্তর্জাতিক ধর্মীয় সংস্থার প্রধান বা মুফতি, তারা উপস্থিত থাকবেন এবং এই প্রথম আমেরিকা ও  পূর্ব এশিয়া থেকে পশ্চিম এশিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার অতিথিরাসহ সর্বমোট ৩৯টি দেশের অতিথিরা এই সম্মেলনে থাকছেন।

এই সম্মেলনে ত্রিশটি মুসলিম দেশের ত্রিশ জন নারী চিন্তাবিদও উপস্থিত থাকবেন বলে হুজ্জাতুল ইসলাম হামিদ শাহরিয়ারি জানিয়েছেন। 

তিনি আল-আকসা মসজিদকে ইসলামী বিশ্বের অভিন্ন হৃদয় হিসেবে উল্লেখ করে বলেছেন, আজ, মুসলিম উম্মাহর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকর বন্ধন হল ফিলিস্তিন ইস্যু, তাই এই বছর আমরা ইসলামী ঐক্য সম্মেলনের শিরোনামে একটি বাড়তি সংযোজন যুক্ত করেছি যা ফিলিস্তিন ইস্যুর ওপর জোর দেয়।  #

পার্সটুডে/এমএএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।