পশ্চিম তীরে আরো বসতি নির্মাণ করবে ইসরাইল
কঠোর ভাষায় আরব লীগের নিন্দা
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইল আরো ১৩০০ বসতি নির্মাণ করবে বলে যে ঘোষণা দিয়েছে কঠোর ভাষায় তার নিন্দা জানিয়েছে আরব লীগ।
২২ জাতির এ সংস্থা গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিন জনগোষ্ঠীর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল অব্যাহত আগ্রাসন চালিয়ে আসছে, তার অংশ হিসেবে এই বসতি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে।
ইহুদিবাদী ইসরাইলের গৃহায়ন মন্ত্রণালয় রোববার জানিয়েছে, পশ্চিম তীরের ৮টি অংশে ১৩৫৫টি বসতি নির্মাণ করার জন্য টেন্ডার প্রকাশ করা হয়েছে। এর একদিন পর আরব লীগ কড়া ভাষায় এই বিবৃতি প্রকাশ করল।
ইসরাইলের মন্ত্রণালয় বলেছে, গত আগস্ট মাসে যে ২০০০ বসতি নির্মাণের ঘোষণা দেয়া হয়েছিল নতুন এই ১৩৫৫ ইউনিট হবে তার বর্ধিতাংশ। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরারা এসব ইউনিটে বসবাসের সুযোগ পাবে।
ইজরাইলি পরিকল্পনার ব্যাপারে আরবলীগ বলেছে, পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিকরণের অংশ হিসেবে ইসরাইল এসব বসতি নির্মাণ করছে। এর ফলে পূর্ব বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে সংকট সমাধানের আশা ক্ষীণ হয়ে আসছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আরব লীগ আরো বলেছে, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২৩৩৪ নম্বর প্রস্তাব অনুসারে অধিকৃত ফিলিস্তিনে যেকোনো বসতি নির্মাণ আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট দেশগুলোকে এগিয়ে আসার জন্য আরব লীগ আহ্বান জানিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন