কুর্দি অধ্যুষিত উত্তর সিরিয়ায় সামরিক মহড়া চালালো রাশিয়া
(last modified Wed, 03 Nov 2021 12:42:36 GMT )
নভেম্বর ০৩, ২০২১ ১৮:৪২ Asia/Dhaka
  • সামরিক মহড়ায় অংশ নিচ্ছে রুশ হেলিকপ্টার
    সামরিক মহড়ায় অংশ নিচ্ছে রুশ হেলিকপ্টার

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে রাশিয়ার সামরিক বাহিনীর বিমান ও স্থল ইউনিট মহড়া চালিয়েছে। যে এলাকায় রাশিয়া এই মহড়া চালিয়েছে সেখানে মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলা গোষ্ঠী এসডিএফের তৎপরতা রয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) আলেপ্পো প্রদেশের আবু সূরা এবং সারিন এলাকায় রুশ বাহিনী এই মহড়া চালায়।

সূত্রগুলো বলছে, একটি জঙ্গিবিমান এবং দুটি অ্যাটাক হেলিকপ্টার এই মহড়ায় অংশ নেয়। রুশ বাহিনী কল্পিত লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায় এবং মহড়ায় তারা তাজা গুলি ব্যবহার করে।

এর আগে সিরিয়ার উত্তরাঞ্চলীয় তাল আবিয়াদ শহরের খুব নিচু দিয়ে রাশিয়ার কয়েকটি হেলিকপ্টার গোয়েন্দা তৎপরতা চালিয়েছে।

এর আগে গত রোববার সিরিয়ার সামরিক বাহিনী উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশের তাল তামের শহরের উপকণ্ঠে সামরিক মহড়া চালায়।#

পার্সটুডে/এসআইবি/৩

ট্যাগ