নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল জিহাদ আন্দোলন
https://parstoday.ir/bn/news/west_asia-i99964
ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড নতুন একটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ১৩, ২০২১ ২০:০৯ Asia/Dhaka
  • ইসলামি জিহাদ আন্দোলনের রকেট (ইনসেটে বাহা আবু আল-আতা)
    ইসলামি জিহাদ আন্দোলনের রকেট (ইনসেটে বাহা আবু আল-আতা)

ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড নতুন একটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে।

সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা শহীদ বাহা আবু আল-আতার নামে এ ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে।‌ দুই বছর আগে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় তিনি শহীদ হন।

গতকাল (শুক্রবার) গাজা শহরে এক অনুষ্ঠানে নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। গতকালের অনুষ্ঠানে ইসলামি জিহাদ আন্দোলনের হাজার হাজার কর্মী ও সমর্থক অংশ নেন।

২০১৯ সালের ১২ নভেম্বর ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় বাহা আবু আল-আতার বাড়িতে বিমান হামলা চালায়। ওই হামলায় তিনি এবং তার স্ত্রী শহীদ হন।

সেসময় হাসপাতাল ও স্থানীয় সূত্র জানিয়েছিল, সাজাইয়া এলাকায় ইসরাইলি হামলায় বাহা আবু আল-আতার চার সন্তান এবং একজন প্রতিবেশী আহত হয়েছিলেন। ইসরাইলি বিমান হামলার পর ইহুদিবাদী সেনাদের সঙ্গে গাজাভিত্তিক প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ শুরু হয়।

ইসলামি জিহাদ আন্দোলনের সূত্রমতে, বাহা আবু  আল-আতা ছিলেন সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সামরিক কমান্ডার এবং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তিনি অনেক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছেন।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।