আফগানিস্তানে কূটনৈতিক পাঠানোর চিন্তা করছে ফ্রান্স ও ইউরোপ
https://parstoday.ir/bn/news/world-i100830-আফগানিস্তানে_কূটনৈতিক_পাঠানোর_চিন্তা_করছে_ফ্রান্স_ও_ইউরোপ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, তার দেশ এবং ইউরোপের কয়েকটি দেশ আফগানিস্তানে কূটনৈতিক প্রতিনিধি পাঠানোর চিন্তা করছে। ইউরোপের এসব দেশ একটি অভিন্ন দূতাবাসে প্রতিনিধি নিয়োগ দেবে বলে তিনি তিনি উল্লেখ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২১ ১৮:৪০ Asia/Dhaka
  • ইমানুয়েল ম্যাক্রন (ফাইল ফটো)
    ইমানুয়েল ম্যাক্রন (ফাইল ফটো)

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, তার দেশ এবং ইউরোপের কয়েকটি দেশ আফগানিস্তানে কূটনৈতিক প্রতিনিধি পাঠানোর চিন্তা করছে। ইউরোপের এসব দেশ একটি অভিন্ন দূতাবাসে প্রতিনিধি নিয়োগ দেবে বলে তিনি তিনি উল্লেখ করেন।

কাতারের রাজধানী দোহায় আজ (শনিবার) এসব কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। সংযুক্ত আরব আমিরাত থেকে তিনি দুই দিনের জন্য কাতার সফরে দোহা পৌঁছেছেন।

আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর তালেবান ক্ষমতা দখল করেছে কিন্তু আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা বিষয়টি মেনে নিতে পারছে না। এজন্য তারা কেউই তালেবানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয় নি এবং আফগানিস্তানের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্কও প্রতিষ্ঠা করে নি।

কাবুল বিমানবন্দরে তালেবান সদস্যের প্রহরা

ইমানুয়েল ম্যাক্রন বলেন, “আমরা ইউরোপের কয়েকটি দেশ মিলে একটি সংস্থা তৈরি করতে যাচ্ছি যেখানে ইউরোপের দেশগুলো তাদের রাষ্ট্রদূত নিয়োগ দেবে এবং তারাই ইউরোপের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তবে এর মধ্যদিয়ে তালেবান সরকারকে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে স্বীকৃতি দেয়া হবে না বলে তিনি জানান।

এর আগে তালেবানের সঙ্গে আলোচনার পর গত ২৮ নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, শিগগিরই তারা আফগানিস্তানে একটি মিশন খুলতে পারে।#

পার্সটুডে/এসআইবি/৪