জাতিসংঘে গোলান মালভূমি ইস্যু
১৪৯ ভোটে প্রস্তাব পাস, বিপক্ষে শুধু আমেরিকা-ইসরাইল
-
জাতিসংঘে ভোটাভুটি (ফাইল ফটো)
জাতিসংঘ সাধারণ পরিষদ গোলান মালভূমির ওপর সিরিয়ার মালিকানার প্রশ্নে আরো একটি প্রস্তাব পাস করেছে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪৯ দেশ আর বিপক্ষে ভোট দিয়েছে শুধুমাত্র ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা। প্রস্তাবের বিষয়ে ভোট দেয়া থেকে বিরত ছিল ২৩টি দেশ।
গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরাইল যে আইনগত অধিকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে তা এই প্রস্তাবের মাধ্যমে বিশ্ব সংস্থাটি সরাসরি নাকচ করে দিল। প্রস্তাবে ইহুদিবাদী ইসরাইলকে গোলান মালভূমিতে দখলদার শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির কিছু অংশ দখল করে নিয়েছিল এবং পরে তা নিজের অংশ হিসেবে একীভূত করে নেয়ার ঘোষণা দেয়। কিন্তু বিশ্বের কোনো দেশ এই ঘোষণাকে স্বীকৃতি দেয় নি। ১৯৮১ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ৪৯৭ নম্বর প্রস্তাব পাস হয় যাতে গোলান মালভূমির উপর ইসরাইলের কর্তৃত্বকে বাতিল বলে ঘোষণা করা হয়েছিল।
গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, সিরিয়ার গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরাইল কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে যাচ্ছে যা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য এবং এর নগরায়ন, জনসংখ্যা বা আইনগত মর্যাদার দিক দিয়ে কোনো কিছুই পরিবর্তন করা যাবে না।#
পার্সটুডে/এসআইবি/১০