আফগানিস্তানে অর্থ পাঠানোর অনুমতিকে স্বাগত জানাল তালেবান
https://parstoday.ir/bn/news/world-i101188-আফগানিস্তানে_অর্থ_পাঠানোর_অনুমতিকে_স্বাগত_জানাল_তালেবান
বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আফগানিস্তানে অর্থ পাঠানোর যে অনুমতি মার্কিন অর্থ মন্ত্রণালয় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেছেন, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই পদক্ষেপ আফগান ব্যাংকগুলোর জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৩, ২০২১ ০৮:১২ Asia/Dhaka
  • তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি
    তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি

বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আফগানিস্তানে অর্থ পাঠানোর যে অনুমতি মার্কিন অর্থ মন্ত্রণালয় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেছেন, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই পদক্ষেপ আফগান ব্যাংকগুলোর জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।

তিনি আরো বলেছেন, এখন থেকে আমেরিকা প্রবাসী আফগান নাগরিকরা ওয়েস্টার্ন ইউনিয়ন ও মানি গ্রামসহ অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজ দেশে তাদের পরিবারের কাছে অর্থ পাঠাতে পারবেন।

গত আগস্ট মাসে আমেরিকা আফগানিস্তান থেকে অপমানজনকভাবে বিদায় নেয়ার পর কাবুলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। বিশেষ করে আমেরিকায় থাকা আফগানিস্তানের অন্তত ১,০০০ কোটি (১০ বিলিয়ন) ডলার অর্থ আটকে দেয় মার্কিন সরকার।

তবে গতকাল মার্কিন অর্থ মন্ত্রণালয় এক নির্দেশে আফগানিস্তানের অর্থ পাঠানোর ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এর ফলে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে যেকেউ আমেরিকা থেকে আফগানিস্তানে টাকা পাঠাতে পারবেন। আফগানিস্তানের লাখ লাখ মানুষের জীবন প্রবাসীদের কাছ থেকে আসা অর্থের ওপর নির্ভরশীল।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।