ন্যাটো নিরাপত্তার নিশ্চয়তা না দিলে যুদ্ধ শুরু হতে পারে
https://parstoday.ir/bn/news/world-i101216
রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, যদি আমেরিকা এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা না দিতে পারে তাহলে যুদ্ধের সম্ভাবনা রয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ১৩, ২০২১ ২২:৩৩ Asia/Dhaka
  • রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ 
    রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ 

রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, যদি আমেরিকা এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা না দিতে পারে তাহলে যুদ্ধের সম্ভাবনা রয়েছে।

রাশিয়ার রিয়া নিউজ এজেন্সি আজ (সোমবার) রিয়াবকভের এই মন্তব্য তুলে ধরেছে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই দাবি করে বলেছিলেন, ন্যাটো জোটকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে যে, তারা আর সেনা মোতায়েন বাড়াবে না এবং সীমান্তের কাছে কোনো অস্ত্র মোতায়েন করবে না।

আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে যখন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের জন্য আলোচনা করছে বলে খবর বেরিয়েছে ঠিক তখনই রাশিয়ার উপমন্ত্রী এই মন্তব্য করলেন।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সাংবাদিকদের বলেন, "আমরা পাল্টা ব্যবস্থা নেয়ার মানসিকতায় আছি। তবে সোমবারের আগে কোনো সিদ্ধান্ত আসবে না।” ভিয়েনায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে।

জোসেফ বোরেল সুস্পষ্ট করে বলেন, আমরা পরিষ্কার সিগন্যাল দিচ্ছে যে, "যদি ইউক্রেনের ওপর রাশিয়া আগ্রাসন চালায় তাহলে রাশিয়াকে উচ্চ মূল্য দিতে হবে। আমরা বিষয়টি নিয়ে আমেরিকা ও ব্রিটেন এর সঙ্গে সমন্বিতভাবে পর্যালোচনা করে দেখছি কখন, কি হতে পারে।"

এর আগে শুক্রবার রিয়াবকভ বলেছিলেন, ন্যাটোভুক্ত সদস্য দেশগুলো মন্ট্রা কনভেনশন লঙ্ঘন করেছে এবং তাদের এই পদক্ষেপ মোটেই গ্রহণযোগ্য হবে না। রুশ মন্ত্রী আরো বলেন, মন্ট্রা কনভেনশনের কারণে কৃষ্ণ সাগরীয় অঞ্চলে কয়েক দশক ধরে স্থিতিশীলতা বিরাজ করছিল কিন্তু পশ্চিমা দেশগুলো সেই চুক্তি লঙ্ঘন করছে।

১৯৩৬ সালের ২০ জুলাই মন্ট্রা কনভেনশন সই হয় এবং ৯ নভেম্বর থেকে তা কার্যকর হয়। এই কনভেনশনের ফলে বসফরাস প্রণালী দিয়ে কৃষ্ণসাগর এবং ভূমধ্যসাগরে জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ লাভ করে তুরস্ক। কন্ট্রা কনভেনশনের পর এই প্রণালী দিয়ে শান্তিকালীন বেসামরিক জাহাজ চলাচল করতে পারত এবং কৃষ্ণসাগরীয় দেশগুলোর বাইরের রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সম্প্রতি আমেরিকা ও ব্রিটেনের কয়েকটি জাহাজ এই প্রণালী দিয়ে কৃষ্ণসাগরে প্রবেশ করেছে যা নিয়ে বারবার আপত্তি জানাচ্ছে রাশিয়া।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।