জে. সোলাইমানিকে হত্যার জন্য বিশ্ববাসীর উচিত জোরালো ভাষায় নিন্দা করা
(last modified Tue, 28 Dec 2021 07:23:15 GMT )
ডিসেম্বর ২৮, ২০২১ ১৩:২৩ Asia/Dhaka
  • আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছেন প্রেসিডেন্ট মাদুরো
    আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছেন প্রেসিডেন্ট মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার বিরুদ্ধে বিশ্ববাসীর জোরালো ভাষায় নিন্দা জানানো উচিত।

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মাদুরো ব্যক্তিগতভাবে এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি প্রশ্ন রেখে বলেন, এমন একজন মহান সেনা কমান্ডার যিনি ইরাক, সিরিয়া এবং লেবাননের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাকে হোয়াইট হাউস হত্যার নির্দেশ দিয়ে দিল; এমন বিশ্ব কি আমরা চেয়েছি?

জেনারেল সোলাইমানি

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট বলেন, জেনারেল সোলাইমানি ছিলেন হাস্যোজ্জ্বল এবং আশাবাদী একজন মানুষ। ২০১৯ সালের মার্চ এবং এপ্রিলের মধ্যে জেনারেল সোলাইমানি ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সফর করেছিলেন, সে কথাও স্মরণ করেন প্রেসিডেন্ট মাদুরো।

তিনি জানান, সাম্রাজ্যবাদীদের চক্রান্তের কারণে ভেনিজুয়েলা বিদ্যুৎ সংকটের মধ্যে পড়েছিল। জেনারেল সোলাইমানির সফরের সময় বিদ্যুতের ঘাটতিসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে সব বিষয়ই বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

প্রেসিডেন্ট মাদুরো আরো বলেন, জেনারেল সোলাইমানি সন্ত্রাসবাদ এবং অসভ্য অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি একজন সাহসী মানুষ। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ভেনিজুয়েলার সবসময় ভালো সম্পর্ক রয়েছে বলেও এই সাক্ষাৎকারে উল্লেখ করেন মাদুরো। তিনি জানান, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির প্রশাসনের সঙ্গে ভেনিজুয়েলা বেশকিছু নতুন খাতে সহযোগিতা চুক্তি করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৮

ট্যাগ