দাউ দাউ জ্বলছে দক্ষিণ আফ্রিকার সংসদ ভবন, ফেটে গেছে দেয়াল
https://parstoday.ir/bn/news/world-i101996-দাউ_দাউ_জ্বলছে_দক্ষিণ_আফ্রিকার_সংসদ_ভবন_ফেটে_গেছে_দেয়াল
দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের সংসদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ০২, ২০২২ ১৫:৩৫ Asia/Dhaka

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের সংসদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (০২ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ।

স্থানীয় কর্মকর্তা জেপি স্মিথ বলেন, ভবনের তিন তলায় আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ৩৬ জন দমকলকর্মী কাজ করছিলেন। তারা আগুন নিয়ন্ত্রণে আরও সহায়তা চেয়েছেন।

শহরের জরুরি বিভাগের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ছাদে এবং সংসদ ভবনের ভেতর আগুন ছড়িয়েছে। এছাড়া ভবনের দেয়ালে ফাটল দেখা গেছে বলে জানান তিনি।

কেপটাউনের দমকল বিভাগের মুখপাত্র জেরমাইন ক্যারেল জানান, আগুনে কোনো মানুষ হতাহত হয়নি। তবে নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের আশপাশ থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।#

পার্সটুডে/ আবুসাঈদ/০২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।