ইসরায়েল কি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসকগোষ্ঠীর পরিণতির সম্মুখীন?
https://parstoday.ir/bn/news/west_asia-i152172-ইসরায়েল_কি_দক্ষিণ_আফ্রিকার_বর্ণবাদী_শাসকগোষ্ঠীর_পরিণতির_সম্মুখীন
পার্সটুডে- বিবিসি ইংরেজি ২০২৫ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে একটি বিশদ প্রতিবেদনে এই প্রশ্ন তুলেছে: “ইসরায়েলের জন্য কি দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতার পুনরাবৃত্তির হতে যাচ্ছে?”
(last modified 2025-09-21T14:11:28+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২৫ ২১:০১ Asia/Dhaka
  • খুনি নেতানিয়াহু
    খুনি নেতানিয়াহু

পার্সটুডে- বিবিসি ইংরেজি ২০২৫ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে একটি বিশদ প্রতিবেদনে এই প্রশ্ন তুলেছে: “ইসরায়েলের জন্য কি দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতার পুনরাবৃত্তির হতে যাচ্ছে?”

গাজার যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইসরায়েল আন্তর্জাতিকভাবে ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছে। অনেক বিশ্লেষক মনে করছেন, বর্তমানে দখলদার ইসরায়েল সেই ঐতিহাসিক পরিস্থিতির দিকে এগোচ্ছে, যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার। বৈশ্বিক রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া-নিষেধাজ্ঞায় ভেঙে পড়েছিল সেই বর্ণবাদী শাসন ব্যবস্থা। সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক ও ইহুদ ওলমার্ট সতর্ক করে বলেছেণ, নেতানিয়াহু দেশটিকে বিশ্বমঞ্চে একঘরে করে তুলছেন।

আইনগত ও কূটনৈতিক চাপ

আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, ফলে তার বিদেশ সফর সীমিত হয়ে পড়েছে। একই সময়ে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। আরব বিশ্বে হামাস নেতাদের হত্যার ঘটনায় প্রবল ক্ষোভ তৈরি হয়েছে; দোহায় এ বিষয়ে বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

অর্থনৈতিক পদক্ষেপ ও নিষেধাজ্ঞা আরোপ

  • বেলজিয়ামের পদক্ষেপ: দখলকৃত পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে আমদানি নিষিদ্ধ, ইসরায়েলি কোম্পানির সঙ্গে অংশীদারিত্বে সীমাবদ্ধতা এবং বর্ণবাদী ইসরাইলের চরমপন্থী  মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা।
  • স্পেনের পদক্ষেপ: অনানুষ্ঠানিক অস্ত্র-নিষেধাজ্ঞাকে আইনগত রূপ, যুদ্ধাপরাধে জড়িতদের প্রবেশ নিষিদ্ধ, ইহুদিবাদী ইসরায়েলগামী অস্ত্রবাহী জাহাজের নোঙর নিষিদ্ধ।
  • নরওয়ের পদক্ষেপ: বিশ্বের সবচেয়ে বড় তহবিল অর্থাৎ ২ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ইসরায়েলি কোম্পানি থেকে প্রত্যাহার।
  • ইইউ'র পদক্ষেপ: ইসরাইলের কট্টর ডানপন্থী মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা ও ইসরায়েলের সঙ্গে আংশিক বাণিজ্যিক চুক্তি স্থগিত। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেছেন, গাজার পরিস্থিতি "বিশ্বের বিবেককে নাড়িয়ে দিয়েছে।"

সংস্কৃতি ও ক্রীড়া অঙ্গনে প্রতিরোধ

  • ইউরোভিশন: আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়া হুমকি দিয়েছে—২০২৬ সালে ইসরায়েল অংশ নিলে তারা প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবে।
  • সিনেমা ও শিল্প: ৪ হাজারের বেশি শিল্পী, যাদের মধ্যে এমা স্টোন ও হাভিয়ের বারডেমও আছেন, ইসরায়েলি উৎসব ও চলচ্চিত্র কোম্পানি বর্জনের আহ্বান জানিয়েছেন।
  • ক্রীড়া: স্পেনের সাইক্লিং প্রতিযোগিতা ভুয়েলতা  বারবার ফিলিস্তিনপন্থী বিক্ষোভে ব্যাহত হয়েছে; সমাপনী অনুষ্ঠান বাতিল হয়েছে। দাবায়ও ইসরায়েলি খেলোয়াড়দেরকে প্রতিযোগিতা থেকে সরে যেতে হয়েছে।

সাবেক কূটনীতিকদের উদ্বেগ

  • জেরেমি আইজাকারভ (সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত, জার্মানি): তার মতে, ইসরায়েলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বৈশ্বিক কিছু পদক্ষেপ সব ইসরায়েলিকে একসঙ্গে নিশানা করছে, যা উল্টো ফল বয়ে আনতে পারে।
  • ইলান বারুখ (সাবেক রাষ্ট্রদূত, দক্ষিণ আফ্রিকা): তার বিশ্বাস, চাপ ও নিষেধাজ্ঞা অপরিহার্য, কেবল এভাবেই ইসরায়েলকে নীতি পরিবর্তনে বাধ্য করা সম্ভব। তিনি এর মূল্য দিতেও প্রস্তুত।

 

বর্তমানে ইসরায়েল কূটনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রের এমন এক চাপের মুখে দাঁড়িয়ে আছে, যা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের পতনের পূর্বাভাসকে মনে করিয়ে দেয়। যদিও যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশ এখনো এই বর্ণবাদী ও যুদ্ধাপরাধী শাসন ব্যবস্থাকে রক্ষা করছে, এরপরও গাজা যুদ্ধ, হতাহতের ক্রমবর্ধমান সংখ্যা এবং তেলআবিবের কট্টর নীতিমালা ইসরায়েলের জন্য খারাপ পরিণতিই ডেকে আনছে।

ভবিষ্যৎই বলবে এই চাপ দক্ষিণ আফ্রিকার মতো বর্ণবাদী ইসরায়েলেও কাঠামোগত পরিবর্তন আনতে পারবে কি না। তবে একটি বিষয় স্পষ্ট—ইসরায়েল যদি তার পথ না বদলায়, তবে বিশ্বমঞ্চে আগের মর্যাদা পুনরুদ্ধার করতে পারবে না।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।