মস্কো ম্যারাথনে অংশ নিচ্ছে ৬৫দেশ
ব্রিক্স ইনোভেশন সেন্টারে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে চাচ্ছে দক্ষিণ আফ্রিকা
-
ব্রিক্স ইনোভেশন সেন্টার: আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে চাচ্ছে দক্ষিণ আফ্রিকা
পার্সটুডে-দক্ষিণ আফ্রিকার এতেকউইনি সিটি কাউন্সিল চীনের জিয়ামেনে অবস্থিত ব্রিক্স ইনোভেশন সেন্টারে যোগদানের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে চাচ্ছে।
দক্ষিণ আফ্রিকা ব্রিক্স ইনোভেশন সেন্টারে যোগ দিয়ে আন্তর্জাতিকক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা বিকাশের ক্ষেত্রেও একটি নতুন পদক্ষেপ নিয়েছে। BRICS TV-র বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, এই উপস্থিতি BRICS পার্টনারশিপ ফর দ্য নিউ ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন (PartNIR) এর কাঠামোর মধ্যে ঘটেছে এবং সিটি কাউন্সিলের চেয়ারম্যান তাবানি নিয়াওসের নেতৃত্বে শহরের প্রতিনিধিদল উদ্ভাবন, স্মার্ট সিটি এবং বিশ্বব্যাপী মিথস্ক্রিয়ার মতো ক্ষেত্রগুলোতে মনোনিবেশ করে।
অনুষ্ঠানের অবকাশে নিয়াওস আরো বলেন: পারস্পরিক সহযোগিতামূলক এই মিথস্ক্রিয়া ব্রিকস সম্প্রদায়ের সাথে আমাদের সহযোগিতার একটি মাইলফলক। আমরা শিখতে, অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে এসেছি যা এতেকউইনির জনগণের জন্য উপকারী হবে।"
বিশেষজ্ঞরা এই অংশীদারিত্বকে ২০২৩ সালে এতেকউইনি এবং জিয়ামেনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতা হিসেবে দেখছেন, যা টেকসই নগর উন্নয়ন, বন্দর অবকাঠামো উন্নতকরণ এবং দুই শহরের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে যৌথ প্রকল্পের পথ প্রশস্ত করেছে।
এই প্রতিবেদন অনুসারে, এতেকউইনি কাউন্সিল, এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, একটি বিশ্বব্যাপী এবং সংযুক্ত শহর হিসাবে তার অবস্থানকে শক্তিশালী করার এবং নতুন শিল্প বিপ্লবের রূপান্তরমূলক সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করছে।
মস্কো ম্যারাথনে ৬৫টি দেশ অংশগ্রহণ করবে
২০ এবং ২১ সেপ্টেম্বর, রাশিয়ার রাজধানীতে ১২তম মস্কো ম্যারাথন অনুষ্ঠিত হবে যেখানে প্রায় ৫০,০০০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন। ভারত, কেনিয়া, চীন, কিরগিজস্তান, মরক্কো, বেলারুশ, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য দেশের অংশগ্রহণকারীরা পুরষ্কার জেতার লক্ষ্যে প্রতিযোগিতা করবে। এই ইভেন্টটি মস্কো সরকার এবং ওই শহরের ক্রীড়া বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত হবে। ক্রীড়া প্রতিযোগিতার আন্তর্জাতিক মিডিয়া অংশীদার হল ব্রিকস টিভি। মস্কো ম্যারাথন হল ব্রিকস ম্যারাথন লীগ সিরিজের প্রতিযোগিতার অংশ।#
পার্সটুডে/এনএম/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।