ক্রীড়াবিদদের হিজাব নিষিদ্ধের আইন; নারী আন্দোলনকারীদের প্রতিবাদ
(last modified Mon, 24 Jan 2022 01:26:56 GMT )
জানুয়ারি ২৪, ২০২২ ০৭:২৬ Asia/Dhaka
  • ক্রীড়াবিদদের হিজাব নিষিদ্ধের আইন; নারী আন্দোলনকারীদের প্রতিবাদ

সব ধরনের খেলাধুলায় নারীর মাথায় হিজাব পরিধান নিষিদ্ধ করে ফ্রান্সের সিনেটে যে আইন পাস হয়েছে তার বিরোধিতা করেছে নারী অধিকার আন্দোলনগুলো।মিডল ইস্ট আই এ খবর জানিয়ে বলেছে, ফ্রান্সের পার্লামেন্ট গত মঙ্গলবার একটি আইন সংশোধন করেছে যেখানে যেকোনো অনুষ্ঠান বা খেলাধুলায় ‘ধর্মীয় নিদর্শন পরিধান’ নিষিদ্ধ করা হয়েছে।

উগ্র ডানপন্থি সংসদ সদস্যদের পক্ষ থেকে সংশোধনীটি উত্থাপন করা হয়েছিল। প্রস্তাবিত সংশোধনীতে দাবি করা হয়, মাথায় হিজাব পরা হলে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এছাড়া, খেলাধুলায় দুই প্রতিযোগীর পোশাকে সমতা আনার বিষয়টিও উত্থাপন করা হয়। সর্বোপরি হিজাবকে মুসলিম নারীরা তাদের ধর্মীয় পোশাক হিসেবে ব্যবহার করেন বলে এটিকে ‘ধর্মীয় নিদর্শনের’ আওতায় ফেলে এটিকে নিষিদ্ধ করা হয়েছে।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের নেতৃত্বাধীন ফ্রান্স সরকার নজিরবিহীনভাবে এই আইনটি প্রত্যাখ্যান করেছে

ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ১৬০ সদস্য এই সংশোধনীর পক্ষে এবং ১৪৩ সদস্য এটির বিপক্ষে ভোট দিয়েছেন। তবে বহু মুসলিম বিদ্বেষী আইন প্রণয়নকারী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের নেতৃত্বাধীন ফ্রান্স সরকার নজিরবিহীনভাবে এই আইনটি প্রত্যাখ্যান করেছে।  

ফ্রান্সের মানবাধিকার কর্মী মারিয়া ডি কার্টেনা বলেছেন, মুসলমানদের বিশ্বাস, উপাসনা, সংস্কৃতি এবং রাজনৈতিক অভিব্যক্তি প্রকাশের অধিকার দমনের উদ্দেশ্যে এই আইন সংশোধনের চেষ্টা করা হয়েছে। তিনি আরো বলেন, ফ্রান্সে ইসলাম-আতঙ্ক ছড়ানোর প্রচেষ্টা যে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এটি তার প্রমাণ।#পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ