ইসলাম কবুল করে নিজের নাম ফাতেমা রাখলেন ব্রিটিশ তরুণী গ্যাব্রিলা
https://parstoday.ir/bn/news/world-i102960-ইসলাম_কবুল_করে_নিজের_নাম_ফাতেমা_রাখলেন_ব্রিটিশ_তরুণী_গ্যাব্রিলা
লন্ডনে ২২ বছর বয়সী খ্রিস্টান তরুণী গ্যাব্রিলা পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। লন্ডনের ইসলামি কেন্দ্রে নবী নন্দিনী হজরত ফাতেমা জাহরা (সা. আ.)'র জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি মুসলমান হওয়ার ঘোষণা দেন এবং নিজের নাম পরিবর্তন করে 'ফাতেমা' নামটি বেছে নেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৬, ২০২২ ১৬:৪২ Asia/Dhaka
  • নওমুসলিম ফাতেমা
    নওমুসলিম ফাতেমা

লন্ডনে ২২ বছর বয়সী খ্রিস্টান তরুণী গ্যাব্রিলা পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। লন্ডনের ইসলামি কেন্দ্রে নবী নন্দিনী হজরত ফাতেমা জাহরা (সা. আ.)'র জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি মুসলমান হওয়ার ঘোষণা দেন এবং নিজের নাম পরিবর্তন করে 'ফাতেমা' নামটি বেছে নেন।

তিনি ফাতেমা নামটি বেছে নেওয়ার পর বলেছেন, 'এই নামটি নিজের জন্য বেছে নিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।'

 

ব্রিটিশ এই তরুণী আরও বলেছেন, তিনি প্রথম দিন কুরআন পড়ার পর নিজের মধ্যে প্রশান্তি অনুভব করেন। পবিত্র কুরআন তার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে বলে জানান নওমুসলিম ফাতেমা। তিনি বলেন, পবিত্র কুরআনে রয়েছে শান্তির বার্তা। 

তিনি বলেন, সব মুসলমানই এই মহীয়সী নারী হজরত ফাতেমা (সা. আ.)-কে নিজেদের আদর্শ হিসেবে অনুসরণ করতে পারেন। তিনি ছিলেন কর্মঠ ও প্রাণোচ্ছল।#  

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।