উজবেক কমান্ডারকে আটকের পক্ষে শক্ত অবস্থান নিলেন প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i103126-উজবেক_কমান্ডারকে_আটকের_পক্ষে_শক্ত_অবস্থান_নিলেন_প্রতিরক্ষামন্ত্রী
আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ ইয়াকুব দেশটির আঞ্চলিক প্রভাবশালী উজবেক কমান্ডার মাখদুম আলমের গ্রেফতারকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন।তিনি বলেছেন, আদালতে প্রমাণ হবে মাখদুম আলম দোষী নাকি নিরপরাধ। এছাড়া মাখদুম আলমকে ‘অপরাধী’ না বলে ‘অভিযুক্ত’ বলার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান প্রতিরক্ষামন্ত্রী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ৩০, ২০২২ ০৬:৫৮ Asia/Dhaka
  • আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ ইয়াকুব
    আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ ইয়াকুব

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ ইয়াকুব দেশটির আঞ্চলিক প্রভাবশালী উজবেক কমান্ডার মাখদুম আলমের গ্রেফতারকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন।তিনি বলেছেন, আদালতে প্রমাণ হবে মাখদুম আলম দোষী নাকি নিরপরাধ। এছাড়া মাখদুম আলমকে ‘অপরাধী’ না বলে ‘অভিযুক্ত’ বলার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান প্রতিরক্ষামন্ত্রী।

আফগানিস্তানের তালেবান নেতা ও কমান্ডারদের বেশিরভাগ পশতুন বংশোদ্ভূত হওয়ায় তাদের বিরুদ্ধে অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। এক ব্যক্তিকে পণবন্দি করে অর্থ আদায়ের অভিযোগে উজবেক কমান্ডার মাখদুমকে আটক করার বিষয়টিকেও এরই আলোকে দেখা হচ্ছে।

দুই সপ্তাহ আগে আফগানিস্তানের ফারিয়াব প্রদেশ থেকে মাখদুম আলমকে আটক করে গোয়েন্দা বাহিনী।তার গ্রেফতারের বিরুদ্ধে স্থানীয় জনগণসহ তালেবানের উজবেক সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

মাখদুম আলম

প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব গতকাল ফারিয়াবে তালেবান কমান্ডারদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে মাখদুম আলমের গ্রেফতারের প্রতিবাদ জানানোয় তালেবান সদস্যদের কড়া সমালোচনা করেন।তিনি বলেন, দেশের আইন ও বিচার বিভাগের অধিকার রয়েছে যেকোনো অভিযুক্তকে আটক করার। যদি তার অপরাধ প্রমাণিত হয় তাহলে কারো প্রতিবাদ জানানোর অধিকার নেই। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি কেউ বিরোধিতা করে তাহলে সে ‘ইসলামি আমিরাত’ আফগানিস্তানের প্রতি বিশ্বাসঘাতকতা করল।

আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, “যদি মাখদুম আলম নিরপরাধ হয় তাহলে আমরা তার পাশে দাঁড়াব। আর যদি অপরাধী প্রমাণিত হয় তাহলে আমি নিজে তাকে শাস্তি দেব; একবারও দেখব না সে পশতুন না উজবেক নাকি অন্য কোন জাতিগোষ্ঠীর লোক।”#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।