ইউক্রেনে এখনই রুশ হামলা হওয়ার কারণ দেখি না: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী
(last modified Wed, 02 Feb 2022 12:21:59 GMT )
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১৮:২১ Asia/Dhaka
  • ফরাসি পররাষ্ট্রমন্ত্রী
    ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ ইভ লা দ্রিয়া বলেছেন, এই মুহূর্তে ইউেক্রনে রুশ হামলার কোনো কারণ দেখি না। রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আমেরিকা বারবারই অভিযোগ করে আসছে। তবে মস্কো এ ধরণের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকেও মনে হচ্ছে, এই মুহূর্তে ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা নেই। লা দ্রিয়ার মতে, এমন কিছু ঘটেনি যা থেকে বলা যাবে এই সময়টায় রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে হামলা হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (মঙ্গলবার) হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকের পর বলেছেন, যুদ্ধের জন্য রাশিয়াকে উসকানি দেওয়া হচ্ছে। একইসঙ্গে রাশিয়ার নিরাপত্তার বিষয়টিকে উপেক্ষা করা হচ্ছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধটা যদি রাশিয়া ফেডারেশনের সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে তাহলে যুদ্ধের আশঙ্কা নেই।

কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফেব্রুয়ারি মাসেই ইউক্রেনে হামলা চালিয়ে বসতে পারে রাশিয়া। কিন্তু মস্কো এ ধরণের বক্তব্যকে উসকানি হিসেবেই দেখছে।#        

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ