সানাউল্লাহ গাফারিকে ধরিয়ে দিতে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা
(last modified Tue, 08 Feb 2022 06:26:08 GMT )
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ১২:২৬ Asia/Dhaka
  • দায়েশ নেতাকে ধরিয়ে দিতে আমেরিকার পুরস্কার ঘোষণা
    দায়েশ নেতাকে ধরিয়ে দিতে আমেরিকার পুরস্কার ঘোষণা

আফগানিস্তানের তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা সানাউল্লাহ গাফারিকে ধরিয়ে দেয়ার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন সরকার। কোনো ব্যক্তি দায়েশের এই নেতার অবস্থান কিংবা এ সম্পর্কিত তথ্য দিতে পারলে তাকে এই বিপুল পরিমাণ অর্থ পুরস্কার দেয়া হবে।

গতকাল (সোমবার) মার্কিন পররাষ্ট্র দপ্তর গাফারিকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করে।

কাবুল বিমানবন্দরে বোমা হামলায় হতাহতদের উদ্ধার তৎপরতা (ফাইল ফটো)

আফগানিস্তান থেকে গত আগস্ট মাসে মার্কিন সেনা প্রত্যাহারের সময় রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচণ্ড গোলযোগের মধ্যে মার্কিন সেনাদের ওপর বোমা হামলা হয়। ওই হামলার জন্য সানাউল্লাহ গাফারি ব্যক্তিগতভাবে দায় স্বীকার করেন। আগস্ট মাসের ওই হামলায় ১৭০ জন আফগান বেসামরিক নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হয়।

২০২০ সালের জুন মাসে আফগানিস্তানের খোরাসান প্রদেশের দায়েশের প্রধান হিসেবে নিযুক্ত হন গাফারি। আফগানিস্তানের সমস্ত সন্ত্রাসবাদী হামলার জন্য এই গোষ্ঠীকে দায়ী করা হয়। এছাড়া, দায়েশের জন্য তহবিল সংগ্রহের যে তৎপরতা রয়েছে তার সঙ্গে গাফারির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

আফগানিস্তানে তৎপর দায়েশের এই নেতাকে তাকে ধরিয়ে দেয়ার জন্য মার্কিন সরকারের বিপুল অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও অভিযোগ রয়েছে যে, আফগানিস্তানে দায়েশ প্রতিষ্ঠায় আমেরিকার হাতে রয়েছে। বহুবার খবর বেরিয়েছে যে, সিরিয়া ও ইরাক থেকে দায়েশের বহু সন্ত্রাসীকে হেলিকপ্টারে করে আফগানিস্তানে নিয়েছে মার্কিন সেনারা।#

পার্সটুডে/এসআইবি/৮

ট্যাগ