'হযরত আলী (আ.)-এর প্রজ্ঞা ও জ্ঞানের গভীরতা সম্পর্কে জেনেছি রংধনু আসরে'
(last modified Tue, 08 Feb 2022 13:45:05 GMT )
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ১৯:৪৫ Asia/Dhaka
  • 'হযরত আলী (আ.)-এর প্রজ্ঞা ও জ্ঞানের গভীরতা সম্পর্কে জেনেছি রংধনু আসরে'

সুপ্রিয় মহাশয়, আসসালামু আলাইকুম। শুরুতেই রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান-এর একঝাঁক অদম্য উৎসাহী কর্মকর্তা, কলাকুশলী, উপস্থাপক-উপস্থাপিকা, প্রযোজক-পরিচালকসহ অগণিত শ্রোতাবন্ধুকে শিশির ভেজা একরাশ আগুন ঝরা পলাশ ও শিমুল ফুলের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।

কয়েক দিন হলো অসুস্থতার কারণে লেখালেখির কিছু ছন্দপতন ঘটেছে। তবুও আজকের (২৭ জানুয়ারি) তারিখের অনবদ্য মনোমুগ্ধকর ও সর্বাঙ্গ সুন্দর রংধনু আসরটি সম্পর্কে মতামত না জানিয়ে পারলাম না।

আজকের আসরটিও গ্রন্থনায় ছিলেন শ্রদ্ধেয় আশরাফুর রহমান ভাই ও পরিবেশনায় ছিলেন গাজী আব্দুর রশিদ ভাই ও বোন আকতার জাহান। শুরুতেই ইসলামে শিক্ষার গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর পরই হজরত আলী (আ.) এর স্থানের কথা উল্লেখ করা হলো। হযরত আলী (আ.)-এর জ্ঞানের কথা আমরা মুসলমানেরা মনে প্রাণে বিশ্বাস করি। কেননা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউম বাবুহা" অর্থাৎ 'আমি জ্ঞানের শহর আর আলী তাঁর দরজা'।

এ কথা দ্বারা মহানবী হযরত আলী (আ.)-এর জ্ঞানের পরিধি ও গভীরতার দিকের প্রতি ইংগিত করেছেন। আর তাঁর সুন্দর প্রতিফলন দেখতে পেয়েছি হজরত আলী (আ.)- এর সুন্দর বিচার সংক্রান্ত 'তিন মুসাফির ও আট রুটি' শীর্ষক ঐতিহাসিক ঘটনাটিতে।

দুই পথিক একজনের রুটি পাঁচটি, আরেক জনের তিনটি। খেলেন সমান সমান দুই পথিক ও এক মুসাফির। পরে মুসাফির দান করলেন আঠ দেরহাম। ভাগ নিয়ে বাজলো বিড়ম্বনা। দুজন পথিক ওই সমান সমান ভাগ চায় কিন্তু সেটা কেউ মানতে রাজি নয়। শেষে আমিরুল মোমেনিন হজরত আলী (আ.)-এর নিকট গেলে তিনি যেভাবে এ সমস্যার সমাধান দিলেন এবং বিচার করে দু'জনকেই সন্তুষ্ট করলেন। ঘটনাটি শুনে আমি অবাক হয়ে গিয়েছি এবং তাঁর প্রজ্ঞা ও জ্ঞানের গভীরতা সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদিসটি স্বীকার করে নিয়েছি ও আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

হজরত আলী (আ.)-এর জীবনে এরকম আরো অনেক ঘটনা রয়েছে যা রংধনু আসর এর প্রচার করা যেতে পারে। এমন ঘটনা অবলম্বনে আরো অনেক কাহিনী রংধনু আসরে প্রচার করা হোক।

আজকের রংধনু আসরের আরেকটি আকর্ষণ ছিল পাকিস্তানের এক ছোট্ট বন্ধু গোলাম মোস্তফা কাদরীর কণ্ঠে অসাধারণ হযরত আলীকে নিয়ে গজলটি। যেটি সবার মনে দাগ কাটতে সক্ষম হয়েছে। সেই সাথে বাংলাদেশের ছোট্ট খুকী জাহরা জেরিন নওরোজ-এর চমৎকার আত্মপরিচয় ও সুন্দর ইংরেজি কবিতা "টুইংকল টুইংকল লিটল স্টার" করিতাটির আবৃত্তি সত্যি আমাকে মুগ্ধ করেছে। রংধনু আসরটি শিশু কিশোরদের জন্য পরিবেশিত হলেও আমরা বড়রাও ওঁৎ পেতে বসে থাকি কখন রংধনু আসর শুরু হবে আর চট করে শিশু-কিশোরদের সাথে আমরাও অনুষ্ঠানটি শুনে নেব-এটাই সবার আশা। তাই তো রং ধনু আসর-এর আকাশ ছোঁয়া জনপ্রিয়তা।

রেডিও তেহরান সুন্দর একটি রংধনু আসর উপহার দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

 

ধন্যবাদান্তে,

আব্দুস সালাম সিদ্দিক,

সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব,

কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

ট্যাগ